ডিজিটাল মার্কেটিং- যেসকল স্কিল থাকতে হবে আপনার অবশ্যই

 
ডিজিটাল মার্কেটিং বর্তমানে যেকোনো ব্র্যান্ডের প্রচারণার অন্যতম শক্তিশালী মাধ্যম। এ কাজে সাফল্য পেতে হলে নতুনভাবে চিন্তা করার ক্ষমতা যেমন দরকার, তেমনি প্রয়োজন টেকনিক্যাল জ্ঞান। একজন সফল ডিজিটাল মার্কেটারের স্কিল অবশ্য এক জায়গায় সীমাবদ্ধ নয়। বরং কয়েকটি স্কিলের সমন্বয় আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। এমন কিছু স্কিল নিয়ে আমি ধারাবাহিকভাবে লিখবো এই সিরিজে।
✅ কেন একাধিক ডিজিটাল মার্কেটিং স্কিল থাকা প্রয়োজন?
ইমেইল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া – বিভিন্ন অনলাইন মাধ্যম বা চ্যানেলকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজে লাগানো হয়। আবার মাধ্যম অনুযায়ী কাজের ধরন সম্পূর্ণরূপে বদলে যায়। তাই যদি শুধু ১–২টি মার্কেটিং চ্যানেল নিয়ে কাজ করা শেখেন, আপনার ক্যারিয়ারে অগ্রগতির সুযোগ কমে যাবে।
▶️ যে সকল স্কিল আপনার থাকা উচিত বা আপমি শিখতে পারেন-
📌 স্ট্রাটেজিক প্ল্যানিং স্কিল
📌 মার্কেটিং অ্যানালিটিক্স ও অডিয়েন্স রিসার্চ স্কিল
📌 কন্টেন্ট মার্কেটিং স্কিল
📌 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) স্কিল
📌 সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল
📌 কনভার্শন অপটিমাইজেশন স্কিল
📌 কন্টেন্ট বানানোর স্কিল
📌 ইমেইল মার্কেটিং স্কিল
📌 ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট স্কিল
📌 ইউএক্স ডিজাইন স্কিল

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *