উত্তর যদি আপনার জানা থাকে, তাহলে সেল নিয়ে চিন্তার কোন কারন নেই।
আমি-আপনি যেটাই বলি না কেন,পাবলিক সেটা ক্রয় করে,যেটা সে বোঝে।তাই ক্রেতাকে বোঝানোর দ্বায়িত্ব নিতে হবে আপনাকে।
কোয়ালিটিতে সব সময় আপনাকে ফার্স্ট থাকতে হবে। ছবি তে চকচক করছে বাস্তবে তার উল্টো হলে পন্য ফেরতের পাশাপাশি আপনি ও প্রতারক হিসেবে পরিচিত হবেন।অনেকেই ফিল্টার দিয়ে নিজেকে বা মডেল কে সাদা দেখাতে যেয়ে পন্যের কালার চেঞ্জ করে ফেলেন আর এটাই আপনার জন্য বিপদজনক হতে পারে। ফটোগ্রাফি ঠিক ঠাক হতে হবে মাস্ট।
অফলাইন মার্কেট প্লেসের থেকে দামটা কম রাখার বা ব্যালেন্স করার চেষ্টা করবেন।মার্কেট থেকে ২০টাকা রিক্সা ভাড়া দিয়ে ১০০ টাকায় কিনতে পারছে।সেই একই পন্য ৭০/৮০টাকা ডেলিভারি কস্ট দিয়ে ১২০টাকায় অবশ্যই পারচেজ করবে না? যৌক্তিকতা থাকতে হবে। এ জন্য মার্কেট রিসার্চ করে কাজ করেন।
নতুনত্ব নিয়ে আসেন প্রোডাক্টে।
নিয়মিত মার্কেটিং করুন, পরিচয় তৈরি করুন।
এই বিষয় গুলোতে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। পন্য সেল করাই শুধু কাজ নয় পাশাপাশি নজর রাখতে হবে ব্রান্ডিং আর ব্রান্ড ভ্যালুতে।