ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ট্রান্সফার হবার নিয়ম

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীরা প্রায় ই ট্রান্সফারের বিষয়ে খুব চিন্তায় ভোগে এবং অনেক টা দিশাহীন অবস্থায় থাকে কেননা তারা ট্রান্সফারের বিষয়ে সঠিক তথ্য জানেন না। আমরা এবারের ভিডিও তে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীদের ট্রান্সফার প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ট্রান্সফার প্রসেসঃ ১। যে পর্বে অধ্যায়ন করছেন ঐ পর্বের রেজাল্ট পাবলিশ হতে হবে ২। রেজাল্টে আপনার প্রাপ্ত জি পি এ এর একটি মার্কশীট নিতে হবে বিভাগীয় প্রধানের নিকট থেকে। ৩। পলিটেকনিকের নোটিশ বোর্ড হতে নোটিশ দেখে নিতে হবে আবেদনের সময়সীমা যা আমাদের কারিগরী শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে ও পাওয়া যায়।বোর্ডের লিংকঃ http://www.bteb.gov.bd/ ৪। আপনি যে বদলী হতে চাইছেন তার একটি আবেদন করতে হবে। ৫। আবেদন পত্রে আপনার বিভাগীয় প্রধান এবং পলিটেকনিকের অধ্যক্ষ স্যার এর স্বাক্ষর নিবেন সাথে রাখবেন মার্কশীটের কপি, এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ডের কপি। ৬। প্রথম কাগজ ব্যাতীত বাকী কাগজ গুলি সব সত্যায়িত করে দিবেন। ৭। যে কলেজে বর্তমানে আছেন ঐ কলেজের কাজ শেষ করে আপনি যে কলেজে যেতে চান ঐ কলেজের অধ্যক্ষ স্যার এর স্বাক্ষর ঐ দরখস্তে নিবেন। ৮। সব শেষ আপনার কলেজের রেজিষ্টার সেকশনে সকল কাগজ জমা দিয়ে দিবেন (চার্জ সহ)।

A Content By Md Shouvikur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *