ডোমেইন কিনতে কি কি লাগে ও কত টাকা খরচ হয় ?

ডোমেইন কিনতে কি কি লাগে ও কত টাকা খরচ হয়?

প্রথমে লগো পরে ডোমেইন
সব গুলি বিষয় নিয়ে আমি ধিরে ধিরে আপনাদের কাছে পোষ্ট করছি।দেখে ভালো লাগছে যে আপনারা আমার পোষ্টে অনেক সাড়া দিচ্ছেন আর অনেকের উপকারে আসছে।ডোমেইন নিয়ে পোষ্ট করার পরে অনেকেই যে প্রশ্ন গুলি কমন করছেন কমেন্টে কিংবা ইনবক্সে তাদের জন্য এই পোষ্ট টি।

ডোমেইন কিনতে কি কি লাগে?

ডোমেইন কিনতে চাইলে যারা ডোমেইন সার্ভিস প্রদান করেন তাদের নিকট আপনাকে যা যা দিতে হবে-
১। যে নামে ডোমেইন কিনতে চাইছেন সেই নামের স্পেলিং সহ নাম। ২। একটি ইমেল এড্রেস যেখানে আপনার সকল এক্সেস দিয়ে দিবে কোম্পানি।৩। যত টাকার প্যাকেজ সুবিধা নিচ্ছেন সেটি কোম্পানি যে মাধ্যমে চাইবেন সেটি।

ডোমেইন কিনতে কত টাকা লাগে?

আমার আগের পোষ্টে ও আমি উল্লেখ করেছি ডোমেইন সার্ভিস কোম্পানির সার্ভার ও তাদের সার্ভিস কোয়ালিটি বুঝে ১০-১৩ ডলার মত লাগবে বাংলা টাকায় ৮০০-১০০০ টাকা।
আশা করছি খুব অল্পতেই উত্তর গুলি দিতে পেরেছি। আপনাদের উপকারে আসলেই ভালো লাগবে।
পোষ্টের শেষে একটি কথা, এই গ্রুপে আমার কোন পোষ্ট ব্যাবসায়িক উদ্দেশ্যে দেয়া নয়। ইভেন আমি আমার পরিচয় ও কর্ডিম কান্ড নিয়ে ও কোন পোষ্ট করি নাই। এস বি কে ভালো লাগে কারন এটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। গ্রুপে আমার পোষ্ট পড়ে আপনারা উপকৃত হচ্ছেন এমন কমেন্ট ই আপনারা করেছেন তাই দেখে অনুপ্রানিত হয়ে পোষ্ট করা।
যদি আমার দ্বারা কোন উপকার হবে বলে মনে করেন তবে আমায় কমেন্ট করবেন আমি অনুপ্রানিত হবো।ইনবক্স করতে পারেন যেকোন দরকারে, কিন্তু দয়া করে পরিচয় দিবেন।
শুভ কামনা সবার জন্য, আসুন ডি এস বি কে কাজে লাগায়।
সৌভিকফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ ICT CARE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *