এই দেখে
Kanij Fatema এসে বললো তুই একটা পোষ্ট করে দে দোস্ত যে কি কি করবে?
সৌভিক – আচ্ছা আমি পোষ্ট দিচ্ছি।
Sanchita Basak দিদি- আমি জানি আপনার পোষ্টে পড়েছিলাম যে ডট কমের ডোমেইন কিনতে আপনার কাছে ১০০০ টাকা লাগে।
কিন্তু কি কি লাগবে এটা ছাড়া?
যে নামে ডোমেইন কিনতে চান সেটা (আপনার নাম না উদ্যোগের নাম)
ইমেল এড্রেস- একটি ভ্যালিড ইমেইল এড্রেস যেটার মালিকানা মানে পাসওয়ার্ড একমাত্র আপনি জানেন।
মোবাইল নাম্বার- একটি একটিভ মোবাইল নাম্বার, যেটি আপনি ব্যাবহার করেন।
আপনার সঠিক এড্রেস, সাথে জিপ কোড মানে পোষ্ট কোড।
সৌভিক- কারন আপনার ঐ মেইলে সকল ডকুমেন্ট পাঠাবে কোম্পানি।
সৌভিক- আপনার যেকোন সমস্যায় যেমন ডোমেইন রিনিউ করতে মেইল পাঠাবে যদি না রিনিউ করেন তাহলে ডেট শেষ হবার আগে ফোন দিবে কোম্পানি।
সৌভিক- আপু আমাদের কোম্পানি থেকে যারা ডোমেইন কেনেন তাদের একটা ডাটাবেইজ তো রাখা উচিত?
সৌভিক- অবশ্যই জানাবো আমার ওয়েব সাইটের পোষ্টে। আর ডাটাবেইজ না রাখলে পরে আপনাকে চিনবো কিভাবে যে আপনি আমার কাছ থেকে ডোমেইন কিনেছিলেন?
এখন আমরা ডোমেইন নিয়ে জেনে গেলাম আরো বিস্তারিত।
সৌভিক- তাহলে সবার জন্য শুভ কামনা রইলো।