ডোমেইন কেনার যত বিড়ম্বনা তার শেষ দেখবো

 
S Naher Shohely আপুর মাথায় রয়েছে বুষ্টিং এর চিন্তা এদিকে হঠাৎ Nadira Riya এসেই জানালো সে ডোমেইন কিনে ফেলেছে।
এদিকে Afsana Deepa আপু আর Ferdousi Akhter অনর্গল সৌভিক কে প্রশ্ন করছে কোন ঠিকানা কোন ইমেল কোন মোবাইল নাম্বার দিব ডোমেইন কিনতে গিয়ে?
এই দেখে Kanij Fatema এসে বললো তুই একটা পোষ্ট করে দে দোস্ত যে কি কি করবে?
সৌভিক – আচ্ছা আমি পোষ্ট দিচ্ছি।
Sanchita Basak দিদি- আমি জানি আপনার পোষ্টে পড়েছিলাম যে ডট কমের ডোমেইন কিনতে আপনার কাছে ১০০০ টাকা লাগে।
কিন্তু কি কি লাগবে এটা ছাড়া?
সৌভিকঃ
✅ যে নামে ডোমেইন কিনতে চান সেটা (আপনার নাম না উদ্যোগের নাম)
✅ ইমেল এড্রেস- একটি ভ্যালিড ইমেইল এড্রেস যেটার মালিকানা মানে পাসওয়ার্ড একমাত্র আপনি জানেন।
✅ মোবাইল নাম্বার- একটি একটিভ মোবাইল নাম্বার, যেটি আপনি ব্যাবহার করেন।
✅ আপনার সঠিক এড্রেস, সাথে জিপ কোড মানে পোষ্ট কোড।
যেমন- উত্তরা, ঢাকা-১২২৯
Abida Khan Shompa আপু- ইমেইল কেন দিব?
সৌভিক- কারন আপনার ঐ মেইলে সকল ডকুমেন্ট পাঠাবে কোম্পানি।
Kaniz Sayema Rumpa – মোবাইল নাম্বার কেন দিব?
সৌভিক- আপনার যেকোন সমস্যায় যেমন ডোমেইন রিনিউ করতে মেইল পাঠাবে যদি না রিনিউ করেন তাহলে ডেট শেষ হবার আগে ফোন দিবে কোম্পানি।
তাই একটিভ নাম্বার দিবেন।
Nadira Rahman Dipu আপু- তাহলে ভাই আমার ঠিকানাও যে আপনি নিলেন।
সৌভিক- আপু আমাদের কোম্পানি থেকে যারা ডোমেইন কেনেন তাদের একটা ডাটাবেইজ তো রাখা উচিত?
Esrat Jahan আপু- ডাটাবেজ কেন? আর এইটা কি জিনিস?
সৌভিক- অবশ্যই জানাবো আমার ওয়েব সাইটের পোষ্টে। আর ডাটাবেইজ না রাখলে পরে আপনাকে চিনবো কিভাবে যে আপনি আমার কাছ থেকে ডোমেইন কিনেছিলেন?
আর কি কোন প্রশ্ন আছে?
Jiasmin Akter না না আর প্রশ্ন নাই।
এখন আমরা ডোমেইন নিয়ে জেনে গেলাম আরো বিস্তারিত।
সৌভিক- তাহলে সবার জন্য শুভ কামনা রইলো।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *