ডোমেইন কেনা মানেই টাকার অপচয়

ডোমেইন কেনা নিয়ে আমাদের মধ্যে চলতে থাকে নানা রকমের প্ল্যানিং।কারো মতে এটার আসলে কোন নিড নেই আবার কেউ বলে এটা কিনে আমার শুধু শুধু টাকা নষ্ট করা।খুব সামান্য কিছু উদ্যোক্তা বা ব্যবসায়ী মুলত এই ডোমেইন টা কিনেই কাজ শুরু করেন।
ডোমেইন কেনার আগে আমরা চলেন জেনে নিই যে এই “ডোমেইন” আসলে কি জিনিস,এটা কি খায় নাকি মাখে?
Fatima Begum আপু একটা বিজনেস শুরু করবেন নতুন করে।চিন্তা করলেন খাবারের ব্যবসা করবো তাও আবার অনলাইনে।
কি কাজ করবো?
একটা পেজ খুলবো আর সেখানে পোস্ট করবো।এই তো একেবারে সেল শুরু।আমার শুধু টাকা আর টাকা।এখানে কেন ডোমেইন কিনবো?
Abida Khan Shompa আপু বললেন- ওরে তুমি যে নাম ইউজ করবা,সেই নামটা তোমার কিনা তার প্রমাণ কি?
ধরো তুমি যে নাম ইউজ করবে সেটার মালিক আবার Shaky Mahmud তাহলে সে তো তোমার নামে মামলা দিবে।
Farhana Nahar Sharmin আপুর কথা- তাহলে কি ডোমেইন ছাড়া ব্যবসা করা যাবেনা?নাকি এক নামে দুইটা পেজ খোলা যাবেনা?
Fatematuj Zohra আপু,একই নামে হাজার টা পেজ থাকতেই পারে কিন্তু একই নামে একটাই মাত্র ওয়েবসাইট থাকতে পারবে।আর আমার নামের বৈধতা অর্জন করার জন্যই আমার ডোমেইন কে জরুরী।
ডোমেইন মুলত, আপনার ব্যবসায়িক পরিচয়, ফেসবুক সহ অন্যান্য যেসকল মিডিয়া ব্যবহার করে আমরা ব্যবসা করি এগুলো কিন্তু শুধুই আমাদের পরিচিতির জন্য।
আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি ডোমেইন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে ।
ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম।এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে।বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।
যেমন ধরুন প্রত্যেক মানুষের একটি নাম আছে।এই নামেই তার পরিচয় বহন করে থাকে।ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই।
ডোমেইন নেম এবং মানুষের নামের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে।
কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, ঠিক মোবাইল নাম্বার।
ডোমেইন কিনতে যা লাগবে-
✅ আপনার নাম
✅ আপনার ডোমেইন।
✅ মোবাইল নাম্বার।
✅ ইমেল অ্যাড্রেস।
✅ আপনার ঠিকানা।
✅ আপনার যে এড্রেস দেবেন সেটার পোস্ট কোড।
ডোমেইন কিনতে ১৫০০-২০০০ টাকা খরচ হয় আর এটা প্রতি বছরে রিনিউ করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *