ডোমেইন কেন সবার আগে কিনবো?

Maruf Morshed ভাই আপনার অনলাইন ব্যাবসার জন্য ডোমেইন কিনেছেন?
প্রশ্ন কর্তা সোহাগ শান্ত ভাই।
মারুফ ভাই- আরে ভাই, আমার ব্যাবসাটা সবে শুরু করেছি আর এর মাঝেই ডোমেইন কিনে টাকা নষ্ট করবো?
বাদাম আর ছোলা খেতে খেতে হাজির সেখানে Farhana Nuznin আপু আর Bonani S Chowdhury দিদি।
বনানী দিদি- আমি ডোমেইন কিনে ফেলছি হা হা হা।
Fatema Tuj Zohora Bonna আপু – আরে ডোমেইন টা কি?
Jebin Sultana Jara আপু- আরে ওই যে ICT CARE এর অর্জন কুরিয়ারের ফাউন্ডার, সৌভিক নামের একজন আছেন,যিনি আবার উদ্যোক্তাদের সাহায্য করার জন্য একটা ফেসবুক গ্রুপ চালান,নাম Dreaming Platform Bangladesh-DPB, সেখানে তিনি এস নিয়ে লিখেছেন।
Humira Sharmin Sunam আপু – আরে উনি তো ওনার ব্লগ সাইট, www.ictcreation.com এও লিখেছেন,সার্চ করেই পড়া যাবে।
Abida Sultana আপু- ভাইয়া যা লিখেছেন্স সেটাই ডোমেইন,তাই তো?
রোকেয়া আক্তার প্রীতি আপু- হ রে বইন,ব্যবসা শুরু করার আগেই দেখি ১২ ডলার মানে প্রায় ১২৩০ টাকা খরচ করানোর একটা কল এইডা।
অট্টহাসি হাসতে হাসতে হাজির Abida Khan Shompa আপু আর Esrat Jahan আপু,এনারা আবার এসে বলছেন আরে-ভাই ডোমেইন টা ব্যাবসায় সত্যি দরকার।
Kazi Shahanawaz Afrin আপু- বুঝিয়ে বলেন
Shamima Sultana আপু- এই লও ঠেলা, সৌভিক ভাই এর পোষ্টে আছে তো।একটু পড়ে নিলেই তো পারবেন।
Kaniz Sayema Rumpa আপু বললেন- থামেন সবাই আমি সৌভিক ভাই কে আসতে বলি- রিং বেজে গেলো তাহার মোবাইলে।
রূম্পা আপু – ভাইয়া কোথায় আপনি?
সৌভিক- কোথায় আর আপু, অফিস টাইম বলেতো কিছু নেই এখন তাই অফিসেই দিন যাচ্ছে।
রুম্পা আপু- আমাদের দরকার তো আপনাকে।
সৌভিক- তাহলে আসেন আমাদের অফিসে, এলে কথা বলি।
মাগরিবের সময় সবাই হাজির হয়েছেন,সেখানে Jannatul Ferdus Nipa আপু, Sharmin Sultana আপু আর Dipa Banik দিদিও হাজির।
Foyjunnesa Ivy আপু- ভাইয়া বলেন, কেন ডোমেইন সবার আগে?
সৌভিক- আপু আপনার কি একটি অনলাইন পেইজ আছে?
আপনি কি এই ব্যাবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত হিসাবে দেখতে চাইছেন?
Sabrin Rahman তোর কি মনে হয় প্রতিদিন তোর মত পাবলিকের লেখা পড়ছি কমেন্ট করছি কি এমনি?

রাতে ২ টায় তোর ইনবক্সে মেয়েরা ম্যাসেজ দিচ্ছে।
এইটা কি এমনি?
সৌভিক- সঠিক আপু আমার কথাটাও এইখানে।
আগে শোনেন ডোমেইন টার সিম্পল অর্থ কি।
” ডোমেইন আপনার ব্যাবসায়িক পরিচয়, ফেসবুক সহ অন্যান্য যেসকল মিডিয়া ব্যাবহার করে আমরা ব্যাবসা করি এগুলি কিন্তু শুধুই আমাদের পরিচিতির জন্য “
কিন্তু একবার ভাবেন এখানে আপনার নিজের আইডেন্টিটি আছে?
ভাবেন তো ফেসবুক যদি তার এই সার্ভিস কে প্রিমিয়াম করে দেয় তাহলে?
যদি ঐ প্রিমিয়াম সার্ভিস আপনি না নিতে পারেন তাহলে?
যদি আপনার আইডি নষ্ট হয়ে যায় তাহলে?
আপনি যে নামে ব্যাবসা করছেন সেই নাম টা আপনার তো?
নাম টা আপনার করার জন্য হলেও ডোমেইন টা কিনতে হবে।
Ratna Rani Dev দিদি – ডোমেইন কিনতে কি লাগে ভাই বলে দাও।
আর কত টাকা?
সৌভিক- ১২৩০ টাকা লাগে আর কিছুই না।
Shanzida Afrin Kanta আপু- তাহলে কিনবো কীভাবে?
Nadira Rahman Dipu আপু- এই কান্তা তুই কি লেখাপড়া করিস না? জানিস না যে সৌভিক কে টাকা দিয়ে ও যা যা চাইবে দিয়ে দিলেই হবে।ও কিনে সব বুঝিয়ে ইমেল করে দেয়।
আর যদি আমার মত করিস তাহলে, নিজের ডোমেইন আমি নিজেই কিনেছি উনি গাইড করেছেন,এমন করবেন।
Fatima Shanta আপু- আমি ও কিনেছিলাম কিন্তু একটা মেইল আইডি চায় সেটা কোন টা দিব বলে চিন্তায় ছিলাম।
সৌভিক- মেইলের এক্সেস যার কাছে ডোমেইনের মালিক সে, কারন সকল ডকুমেন্ট আমি মেইলে দিয়ে দিই।
এজন্য নিজের ব্যাবহৃত একটি সুরক্ষিত মেইল দিবেন ঐখানে।
Munny Mohosin– আর যে দুইটা মোবাইল নাম্বার চায় সেটা?
সেইম নাম্বার দিলেও হবে আবার আলাদা দিলেও হবে।
সৌভিক- রিনিউ করার জন্য কিংবা ডোমেইন ভেরিফাই করার জন্য আমরা ফোন করি তাই সচল নাম্বার দেয়া উচিত।
Ferdousi Akhter আপু- বস! কি কি যেন লাগে?একটু ফাইনাল করেন।
সৌভিক- আমি বস নই, আমি হতে চাইলেও লিডার। বস তো নয়।
যা যা লাগবে-
  • আপনার নাম
  • আপনার ডোমেইন
  • মোবাইল নাম্বার
  • ইমেল এড্রেস
  • আপনার ঠিকানা
  • আপনার যে এড্রেস দিবেন সেটার পোষ্ট কোড

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *