ডোমেইন কেন কিনবেন?
উত্তর:
যদি সেটা থেকে থাকে তাহলে ডোমেইন কিনবেন। অন্যথায় দরকার নাই।
-
আপনি যদি ভবিষ্যতে ই-কমার্সের সাথে জড়িত হতে চান তাহলে অবশ্যই ডোমেইন কিনবেন।
-
যদি আপনার তিল তিল করে গড়া প্রতিষ্ঠান কে, কষ্ট করে দেয়া নাম, শ্রম দিয়ে তৈরি ব্যাবসা, সততা ও নিষ্ঠা দিয়ে তৈরি ব্যাবসা কে সেই একই নামে সকলের সামনে তুলে ধরতে চান তাহলে ডোমেইন কিনবেন।
-
যদি ব্যাবসার জন্য একটা ক্যাপিটাল আজীবন রাখতে চান তাহলে ডোমেইন কিনবেন।
-
যদি আপনার ব্যাবসা কে হুট করে হারিয়ে পথে না বসতে চান তাহলে ডোমেইন কিনবেন।
ফেসবুক পেজে ব্যাবসা করলে সমস্যা কোথায়?
-
এবার একটু চিন্তা করি, অনেকেই ফেসবুকে ভালো সেল করছেন দেখে ডোমেইন কেনার কথা ভাবছেন ই না।
-
আচ্ছা ভাবুন তো আপনার ফেসবুক আইডি টিতে এখন সারা দিনে ঐ পেজে কতগুলি কাষ্টমার নক করে?
১০/২০/৩০/৫০/১০০?
আপনার কি একবার ও মনে হচ্ছে না কাষ্টমার রিপিট প্রশ্ন করছে?
একই প্রশ্ন অনেক জন কে উত্তর দিতে হচ্ছে?
একই সময়ে অনেকেই যদি মানে ধরুন ১০ জন নক করছে তাহলে কি হিমশিম খাচ্ছেন না?
এমন কি মনে হচ্ছে না যে ইশ একটা এমন কিছু থাকতো যেটা আমি সবাই কে দিতে পারতাম সে সব দেখে নিতো নিজে।
তারপরে সামান্য কিছু প্রশ্ন আমায় করতো আর আমি উত্তর করতাম।
এমন কিছু যদি আপনি চান তাহলে আপনাকে ওয়্রব সাইট বানাতে হবে এবং সেটা ঐ ডোমেইন নাম দিয়ে হোষ্টিং করতে হবে।
আপনাকে বুঝতে হবে যার হাতে অঢেল সময় আছে সে হয়তো অনলাইনে কেনাকাটা করছে না।উনি খুঁটিয়ে খুটিয়ে আপনার সকল পোষ্ট পড়ে কেন আপনাকে নক করবেন?
আপনি বিক্রেতা, আপনার ই উচিত ওনার কাছে যাওয়া, ওনাকে বোঝানো।
একটা বড় ব্যাপার হলো যদি আপনার এই পরম সাধের আইডি টি হ্যাক হয়ে যায় তাহলে তো পেজের ওনার শিপ টা হারালেন।
ব্যাবসার রেপুটেশন গেলো, সেই সাথে তিল তিল করে গড়া ফেইস ভ্যালু, ডিমান্ড, ক্যাপিটাল সব কিছু।
তাই ডোমেইন কিনে রাখলে ক্ষতি নেই। আর সেই সাথে নিজের ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচাতে যা যা করনীয় সেগুলি ও করে রাখুন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।