Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
আমাদের অনেকের কাছেই অনলাইন ব্যাবসা আকর্ষণীয়, কিন্তু আমরা আবার ডোমেইন হোষ্টিং এর ব্যাপার টা ক্লিয়ার না।
আসুন আজকে আমরা জেনে নিব ডোমেইন হোষ্টিং সম্পর্কে।
🍁ডোমেইন,হোস্টিং,ওয়েবসাইট🍁
মনে করুন আপনি অফলাইন বিজনেস করবেন।এক্ষেত্রে আপনার প্রাথমিক পর্যায়ে কি কি দরকার হবে?
প্রথমত একটি দোকান,দোকানের নাম এবং দোকান দেওয়ার স্থান।
ঠিক এই কাজটি যদি অনলাইনে করতে যান মানে অফলাইনের পরিবর্তে অনলাইন বিজনেস করেন তাহলেই প্রয়োজন ওয়েবসাইট,ডোমেইন এবং হোস্টিং।
ওয়েবসাইট:আপনার অনলাইন বিজনেসের জন্যে যে ভাসমান দোকানটি দরকার হবে তাই হচ্ছে ওয়েবসাইট।যেখানে সহজেই সবাই ভিজিট করতে পারবে।
ডোমেইন: অফলাইন দোকানের জন্যে যেমন একটা নাম লাগে তেমনি অনলাইনে ভাসমান দোকানটির জন্যেও একটা নাম লাগে।এই নামটিই হচ্ছে ডোমেইন।
যেমন ফেসবুকের ওয়েবসাইটে ভিজিটের জন্য আমারা www.facebook.com ব্যবহার করি।”facebook.com” ই হচ্ছে ডোমেইন।
হোস্টিং:অফলাইনে দোকান দেওয়ার জন্যে একটা নির্দিষ্ট স্থান লাগে।অনলাইনে এই স্থান টা কেই বলা হয় হোস্টিং।
ওয়েবসাইট তৈরী করলেন,ডোমেইনও নিলেন কিন্তু এই ভাসমান দোকান রাখবেন কোথায়? আপনার ওয়েবসাইটটি যেকোনে সময় যেন ভিজিটরা ভিজিট করতে পারে সেজন্য ২৪ ঘন্টা সক্রিয় থাকে এমন একটি পিসি বা কম্পিউটারে ওয়েবসাইটটি রাখতে হবে।মানে হচ্ছে বছরের ৩৬৫ দিনই অন থাকে এমন একটি কম্পিউটার বা পিসিতে রাখবেন।
আর এই সুবিধাটি পাবেন বিভিন্ন হোস্টিং প্রভাইডার কোম্পানিগুলোর কাছে।
আশা করি ডোমেইন, হোস্টিং আর ওয়েবসাইট নিয়ে যাদের কনফিউশন ছিলো তা দূর হবে।
পরবর্তী পোস্টে লিখবো অনলাইন বিজনেসে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা নিয়ে।
পোষ্ট আপনার উপকারের হলে অবশ্যই কমেন্ট করবেন যা আমাকে উতসাহ দিবে।