এই এক কিলোমিটার পথ যদি আপনি হেঁটে যেতে চান, তাহলে আপনার হয়তো ১২-১৫ মিনিট লাগবে।আবার এই পথ যদি আপনি সাইকেলে যেতে চান,তাহলে সেটা হয়তো ৭/৮ মিনিট লাগবে।আবার যদি আপনি এই পথ পাড়ি দিতে চান বাইক নিয়ে,তাহলে হয়তো ২/৩ মিনিট লাগবে।আচ্ছা যদি বিমানে যেতে চান,তাহলে হয়তো ৫ থেকে ৬ সেকেন্ড লাগবে এই পথ পাড়ি দিতে।
একটু খেয়াল করলে দেখবেন যে,এইখানে দুরুত্ব একই আছে তবে আমরা দুরুত্ব পাড়ি দেবার জন্য যে সকল টুলস ব্যবহার করেছি সেটা আলাদা।
জীবনের কোন না কোন একটা সময়ে আপনাকে সেই লেভেলের পরিশ্রম করতে হবে।এটা নিশ্চিত থাকুন যে করতেই হবে।এখন কখন করবেন আর কিভাবে সেটা করবেন,সেই সিধান্তটা আপনার।
একজন মেন্টর হলেন আপনার সেই টুলস।যিনি সবার আগে আপনাকে গাইড করবেন,কখন আর কিভাবে কোন কাজ করতে হবে।
তিন মাসের চ্যালেঞ্জে আমি কি করবো?
আমি গাইড করবো আর আপনার হাতে স্ট্রাইক দিয়ে বলবো কোন গুটিকে পকেটে ফেলতে হবে আর কখন ফেলতে হবে।
আপনি ভুল করবেন আর আমি শুধরে দিব।তিন মাস পরে আপনি নিজেই বুঝে যাবেন,আপনার ব্যবসার অবস্থান কোথায় তখন আর বর্তমানে মানে এপ্লাই করার সময়ে কি অবস্থা।
Note – আবেগে পড়ে বা কাউকে দেখে এলেই ভুল করবেন।নিজে বুঝে তবেই আসবেন।
আমি কোন মলম বিক্রেতা না কিংবা আলাদ্দিনের ঐ দৈত্যটাও না।