Don’t be afraid about the future, be prepared for the future.
আমি অনেককেই ভবিষ্যতের জন্য ভয় পেতে দেখি আর ভাবি তারা ভবিষ্যৎ কে নিয়ে যেভাবে ভীতিকর অবস্থায় থাকে,সেটা না করে তারা যদি ভবিষ্যতে কিভাবে কাজ করতে হবে সেটার জন্য নিজেকে প্রস্তুত করতো তাহলে এই চিন্তাটা করা লাগতোনা।
ভবিষ্যৎ নিয়ে ভয় তাদের মাঝেই কাজ করে,যারা মুলত নিজের স্কিল ও এবিলিটির উপরে কনফিডেন্ট না।আপনি যদি নিজেকে নিয়ে কনিফিডেন্ট না হন তাহলে সেই দ্বায় কেবলই আপনার একার।
আপনি যদি ২০-৩০ বছর বয়সী কেউ হন তাহলে আপনার তো ভবিষ্যৎ নিয়ে ভয় পাবার মত আসলেই কিছু হয়নি।আপনার উচিত হলো স্কিলড হওয়া।এখানে হারানোর মত কিছুই নেই আসলে।স্কিলড হয়ে একটা ভালো বস খুঁজে নিন,তার আন্ডারে কাজ করুন,স্যালারি আর অন্য সব হিসাব ভুলে যান।আগে শুধু অভিজ্ঞতা গড়ে তুলুন আর ভালো বস অবশ্যই আপনার ক্যারিয়ার গড়ে তোলেন।
আপনি যদি ৩০-৪০ বছর বয়সের মধ্যে হয়ে থাকেন,তাহলে আপনি আপনার ঐ স্কিল আর অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আরও বড় জায়গাতে কাজ করার চেষ্টা করুন আর আস্তে আস্তে নিজেই কিছু করার জন্য লেখাপড়া করা শুরু করুন।
আপনার বয়স ৪০+ হলে,আপনার উচিত নিজে কিছু শুরু করা।২০ বছরের স্কিল আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি আপনি নিজে কিছু করতে না পারেন,আসলে তার মত অভাগা আর কেউ নেই।
আবারো বলছি- ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করুন,ভয় না পেয়ে।