নতুন পেজের ক্ষেত্রে কত লাইক হলে বা কত দিন

নতুন পেজের ক্ষেত্রে কত লাইক হলে বা কত দিন পর থেকে পেজ বুস্ট করা ভালো? নাকি শুরু থেকেই করতে পারবো?
প্রশ্নটা কমন সবার বেলাতেই।তাই উত্তর টা পাবলিকভাবেই দেবার চেষ্টা করছি।
এই প্রশ্নের দুই রকম উত্তর হতে পারে-
  • মনের মত
  • প্রফেশনাল
মনের মত- এটার কোন নিয়ম নেই। পুরোটা নির্ভর করছে আপনার ইচ্ছার উপর।আপনার যখন খুশি করতেই পারেন।
প্রফেশনাল
  • সবার আগে পেজটিকে প্রফেশনালি সেলস অপ্টিমাইজডভাবে সেট-আপ করবেন।যেমন- লোগো,কভার,এবাউট সেকশন,ম্যাসেজ রিপ্লাই, অটোমেটেড FAQ গুলো এড করে নিবেন।
  • সেটাপ করার পরে প্রতিদিন নিজের ফ্রেন্ড লিষ্টের ২০-৩০ জনকে ইনভাইট পাঠান এবং দিনে ২/৩ টি করে মিনিংফুল কন্টেন্ট দিবেন।
  • অর্গানিক লাইক আনার জন্য ১০ দিন এভাবে কাজ করেন।এরপরে একটা অর্গানিক প্রমোশন রান করবেন এবং ওই সময়ে প্রোডাক্ট বেইজ কন্টেন্ট দিবেন পেজে। (কতদিনের করবেন এটা একটা প্রশ্ন)
  • অর্গানিক প্রমোশন করে পেজে ১০০০+ লাইক আসার পরে আপনি এডস রান করা শুরু করবেন এবং সেটা প্রপার প্ল্যানিং করে।
  • প্রমোশন প্রতিমাসেই করতে পারলে ভালো,তবে যদি না করেন তাহলে তেমন ক্ষতি নেই শুধু রিচ ডাউন হবে আস্তে আস্তে।
এখানে অনেক প্রশ্ন এখনো থেকে যাবে-
  • এড কতদিন রান করবো?
  • প্রমোশন কতদিন রান করবো?
  • বাজেট কত থাকতে হবে?
  • কত লাইক আসলে পেজটাকে ট্রাষ্টেড বলে মনে হবে?
  • সেলস ফানেল কতদিনে আসবে?
এসকল প্রশ্নগুলি আসলে একটা পোষ্টে বোঝানো সম্ভব না।আপনার মেন্টরকে বা আইটি এক্সপার্টের সাথে বসে ঠিক করবেন কারন, এগুলি এক একটা পেজের জন্য এক এক রকম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *