বিগত সময়ে,আমার প্রয়োজনে যারা “না” বোধক শব্দের ব্যাবহার করেছিলো,আমি তাদের নিকট এখনকার সকল অর্জনের জন্য কৃতজ্ঞ।
আমার এখনকার বড্ড দরকারে যাদের ইগনোরেন্সি এসেছে,ভবিষ্যতের সকল অর্জনের জন্য তাদের নিকট কৃতজ্ঞ থাকবো।একটা অনুষ্ঠান,হাজার, লক্ষ কিংবা কোটি চোখ আর সংখ্যার তত্বে সকল ক্যামেরার সামনে বলতে পারার দিনে এটা বলা খুব সহজ হবে যে- “আমার প্রয়োজনে আমি কাউকে পাশে পাইনি বলেই,আমি আজকের আমিতে পরিণত হয়েছি”।
তথাকথিত মানব দরদী কিংবা সমজসেবক আমি হতে চাইনা,আমার বলা একটা কথায় যদি কারো কোন উপকার হয়,তবে আমি সেটা তার জন্য করতে প্রস্তুত।শুধুই নিজের আখের গুছিয়ে মানুষকে নির্বোধ বানিয়ে চলতে চাইনা।
যুগটা ডাটার,তাই অনেক সাধুর অনেক ডাটাই সংগ্রহ করে রাখি,শুধু সেই সময়ের অপেক্ষার জন্য,যখন মুখোস উন্মোচনের সুযোগ আসবে হয়তো এসেছেও কিন্তু আমি ক্ষমা করতে চাই।
কারন ক্ষমার মাঝে তৃপ্তি অনেক।
আমি কোনভাবেই আমায় নিয়ে কষ্টে থাকিনা,কারন আমি মেনে নিয়েছি আমি পারফেক্ট নই।পারফেক্ট হবার ইচ্ছেটাও নেই।
আমি একান্তই আমার মত,এবং অহংকারী বলে মনে হলেও আমি বলতে চাই- ” আমি সিম্পল,আমি আমার মতই,আমি ব্যাক্তিত্বসম্পন্ন,অন্যায়ের সাথে আপোস কিংবা তোষামোদি ও তেলবাজি করে আমি চলিনা”।
মানুষকে তার প্রাপ্য সম্মান দিয়েই চলি।
ইতিপূর্বে যারা আমায় ইগনোর করেছে,তারা এখন আমায় ইগনোর করার জন্য কষ্ট পায়।আজ থেকে ৫ বছর হোক কিংবা ১০ বছর পরে হোক- বর্তমানের তারাও কষ্ট পাবে,যারা আমায় এখন এমন করতে চেয়েছে।