নিজের উদ্যোগকে সুন্দরভাবে প্রেজেন্টেশনের গুরুত্ব

নিজের উদ্যোগকে সুন্দরভাবে প্রেজেন্টেশনের গুরুত্ব
আজ আমি যখন এই কন্টেন্টটি লিখছি তখন আমি পদ্মা নদীর মাঝে লঞ্চে করে পার হচ্ছি।মুলত আমি সহ আমাদের ৮ বন্ধুর এই যাত্রাটা শুরু হয়েছিলো যশোর থেকে,গত ০৯-০৯-২০২১ তারিখে সন্ধ্যা ছয়টাই।
যশোর হতে শুরু করে নড়াইল,গোপালগঞ্জ,মাদারীপুর হয়ে ফরিদপুরে এসে রাতে বিরতি নিয়ে আবার সকালে যাত্রা শুরু করে পদ্মা পার হয়ে মাওয়া এসে আবার এখন ফিরে যাবার পালা।
কেন এই কথা বললাম?
১. এই গ্রুপে আমি ২০২০ সালের জুলাই থেকে লেখা শুরু করার পরে ঈদের দিন সহ এমন একটি দিন নেই যে লিখিনাই। আজ আর সময় পাবোনা বলে এখানে বসেই লিখতে চাইলাম।
২. আমার আজকের কন্টেন্টে এই জার্নির গল্পটা গুরুত্বপূর্ণ সেজন্য শেয়ার করা।
আমাদের এও জার্নির মুল উদ্দেশ্য ছিলো পদ্মা নদীতে যে ব্রীজ হয়েছে সেটা ভ্রমণ করা এবং তাজা ইলিশ খাওয়া।
আলহামদুলিল্লাহ, সফলভাবে শেষ করেছি দুইটা অভিযান,এখন বাড়ি ফেরার পালা কিন্তু পথের মধ্যে আরো একবার শিখে নিলাম নিজের উদ্যোগকে প্রেজেন্ট করার গুরুত্ব।
আমাদের, ইলিশ সহ দুপুরের খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু হঠাত একটা বন্ধু বলে উঠলো সে নাকি ফেসবুকে বিজ্ঞাপনে ইলিশা প্রজেক্টের সম্পর্কে জেনেছে তাই সেখানে যেতে হবে।কিন্তু একেতো অনেক গরম তার উপরে আবার লাঞ্চের পরে কেউ যেত্ব রাজি না,অগত্য আমায় বলা লাগলো চল যাই কি আছে দেখে আসি।
বেশ খানিকটা দূর হলেও এক বন্ধু বললো হেঁটে পাঁচ মিনিট,ওমা দেখি হেটেই যাচ্ছিবকিন্তু শেষ হয়না।ক্লান্তি জনিত একটা ব্যাপার তো আছেই তার সাথে ভর দুপুরের রোদ।
তবু একটা পর্যায়ে আর সেই রাগ বা ক্ষোভ থাকলোনা কারো মাঝেই বিন্দুমাত্র।কারন ঐখানে পৌছানোর পরেই আমরা বুঝে নিলাম কেন এই জায়গায় এত নাম ডাক।
যেমন ডেকোরেশন তেমন হলো খাবারের মান,তাজা ইলিশ থেকে শুরু করে শুধু ইলিশের আইটেম আছে ৪০ প্রকার 🤗🤗
এইটা দেখার পরে আমাদের সকলের মুখেই একটা কথা অটোমেটিক উচ্চারিত হলো-
ডেকোরেশনের যে লেভেল তাতে করে এইখানকার নাম পাবলিক এমনিতেই জেনে যাবে,আর দেখতেও আসবে।
এর আগেও আমি অনেক কন্টেন্ট লিখে সবাই কে বুঝিয়েছি পেজ সাজানো কিংবা নিজের উদ্যোগকে প্রেজেন্টেশন এর গুরুত্ব।
আজ আবার রিপিট করছি-
✅ সবার আগে ডোমেইন সহ একটা নাম সিলেক্ট করুন
✅ লগো বানান
✅ কভার ফটো ও প্রোফাইল ইমেজ বানান
✅ এবার নিজের পেজের সেটিংস সহ সকল কাজ সম্পন্ন করুন।
✅ তারপর পেজে নিয়মিত কন্টেন্ট দিন
✅ এনাইলিস করুন
✅ টার্গেট কাষ্টমার ফিক্সড করুন
✅ প্রমোট ও বুষ্ট করুন।
লঞ্চ এসে গেছে তীরে,আমায় নামতে হবে সকলের ভীড়ে কেননা ফিরতে যে হবে আপন নীড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *