১. কাজের একটি To do list করবেন এবং প্রাইওরিটি অনুযায়ী সেই কাজ সমাধান করবেন এবং ঘুমাতে যাবার আগে সেটার লিস্ট চেক আউট করুন।
২. সময় খরচ করবেন টাকার মতো। টাকা যেমন কোন কারন ছাড়া খরচ করেন না, ঠিক তেমনি সময়ও বিনা কারনে খরচ করবেন না।
৩. সব কাজ কখনোই একা করতে যাবেন না।কাজ ভাগ করে নিন এবং সেই কাজগুলির জন্য সঠিক জায়গায় সঠিক মানুষকে নিয়োগ করুন।
৪. কোন বাজে জিনিস নিয়ে ওভার হাইপড হবেন না।যে বিষয় মনের মধ্যে কষ্ট দিচ্ছে সেটা নিয়ে ১ মিনিটের বেশি ভাববেন না।
৫. কখনোই সমস্যাকে বড় করে দেখবেন না।সমাধানের পথ ভাবুন এবং মাথা ঠান্ডা রাখুন।