নিজের ফেসবুক আইডিকে ঠিক রাখবেন যেভাবে

ফেসবুকে বেড়ে গেছে ধোঁকাবাজি। নানা কৌশলে সাইবার দুর্বৃত্তরা আপনার অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে।
এছাড়া ম্যাসেজ বা পেজে ম্যাসেজ করে নানান রকম ভাবেই প্রতারনার হার বাড়িয়েছে ব্যাপক ভাবে। ফেক ম্যাসেজ ও স্প্যাম লিংক দিয়ে হাতিয়ে নিচ্ছে আপনার নানান তথ্য।
এরপর তা কাজে লাগিয়ে অ্যাকাউন্ট হাতিয়ে নেয়। সাইবার দুর্বৃত্তদের হাত থেকে অ্যাকাউন্ট
সুরক্ষিত রাখতে নিজের সচেতন হওয়ার পাশাপাশি কয়েকটি কৌশল জানা থাকতে হবে।
ধোঁকাবাজি শনাক্ত করে তা প্রতিরোধ করার পাশাপাশি তথ্যের এবং তাদের সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করার
জন্য ফেসবুক টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। ফেসবুক পেজের নিরাপত্তা রক্ষায় সন্দেহজনক এসব
কিছুর হাত থেকে রক্ষা পেতে নিজেদের সচেতনতা ও জরুরী, আর এজন্য আমার আজকের এই লেখাটি।
1 অ্যাকাউন্টের সুরক্ষায় শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড পছন্দ করুন। অ্যাকাউন্ট তৈরিতে আপনার নাম,
ফোন নম্বর, ই-মেইল অ্যাড্রেস বা সাধারণ শব্দ যোগ করা থেকে বিরত থাকুন।
পাসওয়ার্ড অবশ্যই আলফা নিউমেরিক ক্যারেক্টার সহ দিবেন এবং স্পেশাল ক্যারেক্টর ও দিবেন সাথে বড় হাতের ও ছোট হাতের মিলিয়ে দিবেন।
2 অন্য কারও সঙ্গে নিজের পাসওয়ার্ড শেয়ার করা থেকে সব সময় বিরত থাকুন। এটা করার কোন মানেই নাই।
3 আপনার অ্যাকাউন্ট আরও নিরাপদ করার জন্য নিজের এবং আপনার ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের
অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন, এবং অন্যকে চালু করার ব্যাপারে জানান।
4 আমরা ফেসবুক পেজ চালাই কিন্তু নিয়ম জানি না। পেজের যেসব কার্যক্রম এবং নিয়ম-নীতি আছে,
সেগুলোর সঙ্গে নিজেকে পরিচিত করুন। যাঁদের পেজের সেটিংয়ে এডমিন অ্যাকসেস আছে, তাঁদের
নিয়মিত পেজের কার্যক্রম এবং নিয়ম-নীতি পর্যালোচনা করুন এবং পেজে কোনো বিজনেস ম্যানেজারকে
যুক্ত করার সময় নিজের দেওয়া নিয়মগুলোর ব্যাপারে ভেবে দেখুন। পেজের একাধিক এডমিন রাখতে পারেন।
পেজের অ্যাকসেস হারিয়ে ফেললে তিনি আপনাকে আবার সেখানে ফিরিয়ে নিতে পারেন।
5 মানুষের সঙ্গে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে কার্যসিদ্ধি করার লক্ষ্যে স্ক্যামার বা সন্দেহজনক ব্যক্তি
নকল অ্যাকাউন্ট তৈরি করতে পারে। এদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করলে তারা আপনার টাইমলাইনে
স্প্যাম পোস্ট করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে।
স্ক্যামার আপনাকে এবং আপনার পরিচিতজনদের বিদ্বেষপূর্ণ পোস্টে ট্যাগ করতে এবং মেসেজ পাঠাতে পারে। তাই সতর্কতার সঙ্গে আপনার পরিচিত এবং বিশ্বস্ত মানুষদের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেন।
আমি যেমন প্রোফাইল লক থাকলে এবং নিজের ছবি না থাকলে তাদের রিকুয়েষ্ট একসেপ্ট করি না।
6 অপরিচিত লিংক, বিশেষ করে আপনি যাদের জানেন না বা বিশ্বাস করেন না, তাদের কাছ থেকে আসা লিংকগুলোর ব্যাপারে সতর্ক থাকুন।
7 মোবাইল ডিভাইস বা কম্পিউটার নেটওয়ার্ককে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচানোর জন্য সন্দেহজনক
সফটওয়্যারের চিহ্নগুলো এবং তা থেকে আপনার ডিভাইসকে রক্ষা করার উপায় সম্পর্কে জানুন।
জানতে হবে এই সকল টাইপ ম্যালওয়্যার সম্পর্কে।
বিঃদ্রঃ যেগুলি নিজে জানেন না সেগুলি এড়িয়ে যান তারপরে অভিজ্ঞ দের পরামর্শ নিন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *