নিজের ফেসবুক আইডি ডিসাবল হওয়া থেকে বাঁচাতে যা করবেন

ইদানিং হুট করেই অনেকের ফেসবুক আইডি ডিসাবল হয়ে যাচ্ছে কিংবা লক হয়ে যাচ্ছে,আমরা সকলেই এই বিষয় নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছি এবং আসলে বুঝে উঠতে পারছিনা যে,এমন সমস্যা কেন হচ্ছে।আইডি লক হলে কিংবা ডিসাবল হলে কি করবেন সেটি আমি এই কন্টেন্টে বলে দিব,কিন্তু আগে জেনে নিন কি কি কারনে এমন হতে পারে-
যেসকল কারনে আইডি ডিসাবল হয়-
  • ফেসবুক কমিউনিটি গাইডলাইন না মেনে চলা
  • স্টিকার ইমেজ এবং গলাকাটা ইমেজ দিয়ে পোষ্ট করা নিয়মিত।অনেকেই বলে থাকবেন,ভাইয়া আমি ওমুক কে করতে দেখেছি কিছু হয়নাই,তমুক কে করতে দেখেছি কিছু হয়নাই।এগুলি হলো মাইনর কিছু সমস্যা,এইগুলি একদিন বা দুইদিন করার জন্য হয়না।
  • কোন ধারালো অস্ত্রের ছবি পোষ্ট করা বা শেয়ার করা
  • মারামারি,কাটাকাটি (বীভৎস) কোন কন্টেন্ট লাইভ করা বা শেয়ার করা কিংবা পোষ্ট করা।
  • নিজের ফেসবুকে সঠিক তথ্য না থাকা
  • সামাজিক মর্যাদা আছে এমন কোন ব্যাক্তিকে নিয়ে ফেইক তথ্য বা তার সম্মানহানি হয় এমন কাজ করা (যেমন- কোন সেলিব্রেটিকে নিয়ে নিউজ শেয়ার করলেন, অথচ তিনি এমন নিউজ শেয়ারকারীদের নিয়ে রিপোর্ট করলেন তাহলেই সমস্যা)।
  • ফেসবুকে নিজের নাম,জন্মতারিখ ও ছবি সঠিক না থাকা।
  • মিথ্যা কোন তথ্য শেয়ার করা
  • কারো সাথে উস্কানিমুলক কোন আচরন করা
কিছুদিন আগেও এসকল রুলস নিয়ে ফেসবুক কমিউনিটি গাইডলাইন, এতটা কড়াকড় পরিস্থিতিতে ছিলোনা কিন্তু যেহেতু ফেসবুক আস্তে আস্তে সম্পূর্ন প্রফেশনাল হয়ে যাচ্ছে তাই এর নিয়মকানুন নিয়িমিত বেড়ে চলেছে।বেটার হয় আপনারা সকলেই কমিউনিটি গাইডলাইন নিয়মিত ফলো করে চলা।
আইডি লক হয়ে যাবার আরো একটা কারন হলো- বারবার আননোন কোন জায়গা থেকে আপনার আইডিতে ঢুকতে চেষ্টা করা এবং সেটা করতে ব্যার্থ হওয়া।
সমাধান কিভাবে করবেন-
  • নিজের এন আই ডি বা জাতীয় পরিচয়পত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের কপি দিয়ে আইডি ভেরিফাই করে নেওয়া।
  • সেক্ষেত্রে ফেসবুকে আপনার দেওয়া তথ্য,যেমন- নাম, জন্মতারিখ ও ছবির মিল থাকতে হবে (এমন ভাবার সুযোগ নেই যে,ছবি যা আছে জাতীয় পরিচয় পত্রে তাই দিতে হবে বা সেটাই দিতে হবে)।
  • ফেসবুকের সাপোর্টে সরাসরি চ্যাট করে,নিজের ভুল স্বীকার করে নিজের আইডি ফেরত পাবার জন্য আবেদন করা।
এমন সমস্যা হলে একমাত্র আপনার ভেরফিকেশনই আপনাকে বাঁচাতে পারে,তাই আগে থেকেই সবকিছু সঠিক দিয়ে ফেসবুক আইডি চালান তবে হ্যাঁ, জন্মতারিখটি হাইড রাখুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *