আপনি কি জানেন আপনার একটি ভুলের জন্য দশগুন সেল ডাউন হতে পারে?
বর্তমানে এফ কমার্স একটি জনপ্রিয় বিজনেস সাইট, অনেক আপু ড্রেস এবং খাবার আইটেম নিয়ে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না। অথচ অপরদিকে অন্য এক আপু ঠিকই মাস শেষে ৩০ থেকে ৫০ হাজার টাকা ঘরে তুলছে।
তাহলে আপনার ভুলটা কোথায়?
ভুল অনেক কিছুই হতে পারে, এই যেমন মার্কেটিংয়ে ভুল, কাস্টমার সার্ভিসে ভুল। সিলেকশনে ভু্ল।
তবে আমি আজ কথা বলবো কমন কিছু ভুল নিয়ে, বিশেষ করে এই ভুলগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অনেক আপুর আইডির নাম থাকে চিচিং পরী। এবার আপনারাই বলুন এই চিচিং পরীর আপুর থেকে ড্রেস কেনা দূরে থাক এক গ্লাস পানি খাওয়ার ইচ্ছা কি হবে?
~ মনে রাখবেন একজন সচেতন কাস্টমার প্রথমেই আপনার প্রোফাইল ঘেটে দেখতে পারে আপনি রিয়েল নাকি ফেইক। যেহেতু আপনি লংটাইম বিজনেস করবেন তাই নিজের আইডির নাম নিজের নামেই রাখুন।
আইডি খুললেন ভালো কথা, আইডি ঘেটে দেখতে পেলাম ২০১৬ সালের একটি প্রোফাইল পিকচার ছাড়া কিছুই নেই তাহলে কি হবে?
~ প্রতিনিয়ত আর্টিকাল লিখুন, বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করুন, আপনার কাজ সম্পর্কে ধারণা দিন। এই ছোটখাটো বিষয় গুলো আপনার প্রতি বিশ্বস্থতা বাড়িয়ে দিবে।
মনে রাখবেন ফেসবুকের বায়ো অপশনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, এখানে টুকিপুকি, কে আসল প্রোফাইল ঘাটতে দেখিতো? জুতা খুলে প্রবেশ করুন এসব লেখা বাদ দিন। ১০০ শব্দ আপনার জন্য একটা চ্যালেঞ্জ,এখানে এমন কিছু লিখুন যা দেখে একজন মানুষ আপনার কাজ এবং আপনার সম্পর্কে সঠিক ধারণা পাবে।
নিক নেইম বিলাই রানী লেখা বাদ দিতে হবে, যেটা রিয়েল সেটাই লিখুন।
কখনোই প্রোফাইল পিকচারে বিলাই কুকুর হনুমান অথবা পন্যের ছবি দিবেন না। যদি একান্তই কোন সমস্যা না থাকে তাহলে নিজের একটি ভালো ছবি সেখানে দিয়ে রাখুন।
নোট: আপনি একজন উদ্যোক্তা অথবা বিজনেসম্যান আপনার সবকিছুই হওয়া চাই প্রফেশনাল।
তো চলুন শুরু করি এখন থেকেই।
নোট – আপনি যখন ফেসবুকে অনেক কিছুই শেয়ার করবেন তখন অনেকেই বলবে অনেক রকম কথা কিন্তু সেদিকে কান দেয়া যাবেনা।
কারন- শীত আপনার লাগছে,কিভাবে নিবারন করবেন সেটা আপনিই ডিসাইড করবেন।