আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা বলতে পারি সেটা হলো- আমি নিয়মিত মানুষ খুঁজে পাইনা।আমরা সাধারণত নিয়মিত থাকা আর হাজিরা দেবার মধ্যে পার্থক্য বুঝিনা।
এদেশে ম্যাক্সিমাম এফ-কমার্স উদ্যোক্তা হলো,হাজিরা দেয়া উদ্যোক্তা কিন্তু তারা নিয়মিত নয়।নিয়মিত থাকা মানে কোনভাবেই টার্গেট এচিভ করতে ছাড় না দেয়া।আর আমাদের দেশের এফ কমার্স উদ্যোক্তাদের মধ্যে মুলত এখানেই রেগুলারিটির অভাব,তারা নিয়িমিত থাকা বলতে বোঝেন মুলত- দিনে পোস্ট করা,লাইক-কমেন্ট করা,পেজে একটা পোস্ট করা।
এগুলিকে হাজিরা দেয়া বলে,নিয়মিত থাকা বলেনা।নিয়মিত থাকা মানে,নিজের লক্ষ্যের পিছনে প্রতিদিন ছুটে চলা।আর সেখানে কোন ছেদ পড়বেনা।
সফলতা বলেন আর উন্নতি বলেন,সেখানে শর্টকাট কোন রাস্তা নেই।সব জায়গাতেই আপনাকে নিয়মিত পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।