নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকা আর নিজেকে চেনার মধ্যেই প্রকৃত সুখ রয়েছে।
সফলতার প্রথম সুত্রই হলো- নিজেকে জানা।আমরা সবাই আসলে দিনশেষে সফল হতে চাই।আর এই সফলতা একটা চলমান প্রক্রিয়া।আমি আমার নিজের অভিজ্ঞতার সাথে,বিভিন্ন বড় বড় সফল ব্যাক্তিদেরকে স্ট্যাডি করে যা পেয়েছি সেগুলি শেয়ার করছি-
1. Stay Away from negative people – তাদের থেকে দূরে থাকুন,যারা সব সময় নেগেটিভ খোঁজে আর আপনার কাজে নেগেটিভ মোটিভ বের করে সব সময়।
2. নিজেকে চিনুন – আপনি কে? কি চাইছেন? কেনই বা চাইছেন? আপনার প্রকৃত লক্ষ্যটা কি? এগুলি জানা খুব গুরুত্বপূর্ণ।
3. Dream Big – বড় স্বপ্ন দেখুন। হাস্যকর মনে হোক কিংবা অসম্ভব মনে হোক।এইগুলা না থাকলে,প্যাশন
নিয়ে যদি আপনাকে পাবলিকে পাগল না বলে,তাহলে সেটা আর স্বপ্ন কিভাবে হলো?
4. Stay away from all destruction -সকল প্রকার নেগেটিভিটি কিংবা মন খারাপ নামক শব্দকে জীবন থেকে Good Bye বলতে শিখতে হবে।আজ মন ভালো নেই তাই কাজ কম করছি,আজ কাজে মন নেই তাই আজকে ভালো লাগছেনা।এই টাইপের শব্দ জীবনকে পিছিয়ে দেয়।
Show up your consistency even if your are broke inside.
আল্লাহর কাছে নিজের চাওয়াকে বোঝানোর সবচেয়ে ভালো উপায় হলো- Consistent থেকে তাকে বলা ও বোঝানো যে আপনি এইটা পেতে কতটা উন্মুখ।
5. Don’t work freely – Money is the biggest motivation for all.
আপনি যেটা ভালো পারেন,সেটা ফ্রীতে করবেনই না।সে যেই হোক না কেন,ফ্রীতে করতে গেলে দেখবেন মুল্য তো হারাচ্ছেন ই আর সাথে নিজের কাজ করার প্যাশন টাও নষ্ট হচ্ছে।
6. নিজের মুল্য নিজে তৈরি করুন- আপনার ডিমান্ড বা আপনার ভ্যালু যেন অন্য কেউ জাজ না করে।নিজের ব্যাপারে সিধান্ত নিজেই নিন।
7. পরিবার আগে,তবে তার ও আগে আপনি নিজেই – হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সবার আগে পরিবার কিন্তু নিজে ভালো থেকে তবেই পরিবার।আপনাকে সারাউন্ড করে যাদের ভালো থাকা,তাদের জন্যই সবার আগে নিজেকে ভালো থাকতে হয়।
8. সার্কেল বাছাই করুন বুঝে শুনে – নিজের সার্কেলই সবচেয়ে বড় নিয়ামক ও প্রভাবক হয়ে দাঁড়াবে তাই কার সাথে কিংবা কাদের সাথে মিশতে চান সেটা খুব বুঝে শুনে চয়েজ করুন।যেখানে নিজের কাজ বাদ দিয়ে অন্যকে নিয়ে বেশি আলোচনা হয়,সেই জায়গাটা থেকে বের হয়ে আসুন দ্রুত।
9. Keep patience – তাড়াহুড়া নয়, ধৈর্য্য ধারন করতে হবে।
10. প্রমাণ দিতে যাবেন না- সবকিছুর জবাব মুখে না ইভেন কারো জবাবের প্রমাণ নিজে দিতে যাবেন না।কাজকে আপনার হয়ে কথা বলতে দিন।
একটা নিজস্ব পরামর্শ দিই- বাকিতে ও ফ্রীতে কাজ করতে যাবেন না।এতে সম্পর্ক নষ্ট হবে,টাকা হারাবেন, সম্মান হারাবেন আর কাজের প্রতি ডেডিকেশন টা ও প্যাশন টা নষ্ট হবে।
কোন চ্যারিটির জন্য কাজ করলেও অন্তত ১ টাকা নিবেন যেন নিজের মোটিভেশন টা ঠিক থাকে আর ফ্রী চাওয়া পাবলিকদেরকে স্কিপ করে যাবেন।
those who want discount / free, they are not your target customers.
Skip them & stay focused for someting new