– এটি ভাববেন না যে, পারসোনাল ব্রান্ডিং আপনার জীবনযাপনের সাথে সম্পর্কযুক্ত না
ধরুন, আপনি একজন কলেজের শিক্ষার্থী, সেক্ষেত্রেও পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে সহযোগিতা করতে পারে। ধরুন, কলেজ পাশ করে আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। অবশ্যই আপনার ব্যাচের সবাই নতুন, কেউ কাউকে চেনে না। সবার যোগ্যতাও মোটামোটি একই। তাই আলাদাভাবে কেউ কারো নজরে আসারও কথা না।
ধরুন আপনি যদি কলেজে থাকতেই মোটামুটি একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করেছেন। তবে দেখা যাবে, আপনাকে সরাসরি না চিনলেও আপনার কথা আগে শুনেছে এমন অনেককেই আপনি পেয়ে যাবেন। এভাবে নতুন জায়গায় নতুনভাবে পরিচিতি পাওয়ার চাপটা আর থাকবে না।
এছাড়াও এভাবে অনেক সময় সিনিয়র এমনকি শিক্ষকদেরও চেনা হয়ে যাওয়া যায়। তাই কলেজ জীবনে আপনার যেসব অর্জন, তা থেকে একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারলে বিশ্ববিদ্যালয় এসে নতুন করে সব শুরু করতে হবে না।
তাই “আমি কোনো কর্পোরেট ব্যক্তিত্ব নই, আমার ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিংপ্রযোজ্য নয়”, এমনটা ভাবা সম্পূর্ণ ভুল।