পার্সোনাল ব্র্যান্ড সম্পর্কে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বলেছিলেন,
“আপনার অনুপস্থিতিতে লোকেরা আপনাকে নিয়ে যা বলে তাই হচ্ছে আপনার ব্র্যান্ড।”
আপনি যা, যে কাজ করেন এবং যেভাবে করেন তার সবকিছু মিলেই আপনার পার্সোনাল ব্র্যান্ড। এটি এমন কিছু নয় যা আপনি অন্যেরটা হুবহু নকল করতে পারেন।
আপনি যদি সঠিক পন্থা অনুসরণ করেন তবে আপনার পার্সোনাল ব্র্যান্ড আপনাকে সব মানুষের ভিড়ে আলাদা করে তুলবে, আপনার দক্ষতার উপর আলোকপাত করবে এবং আপনার কাজের মান বাড়িয়ে তুলবে। এটি আপনাকে সবার মনোযোগ আকর্ষণেও সহায়তা করবে।
কীভাবে তৈরি করবেন পার্সোনাল ব্র্যান্ড?
আমরা আজ জেনে নিব এমন কিছু রুলস,আর একটা পর্বে জানবো বিস্তারিত-
আগে বুঝুন- কেন পারসোনাল ব্রান্ড তৈরি করছেন?
PI ঠিক করুন আগে
পারসোনাল ব্রান্ডিং এর কাঠামো ঠিক করুন
আপনার অজান্তেই কিভাবে ব্রান্ডিং হচ্ছে সেটা পরিমাপ করুন
নিজের গল্পটা সবাইকে বলুন
অনলাইনে নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তুলুন
পারসোনাল ব্রান্ডিং এর জন্য একটি সুনির্দিষ্ট কৌশল মেনে চলুন
আজকে ভাবতে থাকুন,আগামীতে লিখবো বিস্তারিত।যাদের এইটা নিয়ে আগ্রহ আছে তারা কমেন্ট করবেন।