পার ডে কত ডলারের এড দেয়া ভালো?

যখনই কোন উদ্যোক্তা আমাদের কাছে আসেন বুষ্টিং সেবা নিতে তখন ঐ সকল উদ্যোক্তাদের কমন প্রশ্ন থাকে- কি করলে ভালো সেল হবে এবং লাইক-ফলোয়ার বাড়বে⁉️
এই প্রশ্নগুলির উত্তর দেবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ১০ টা ভিডিও করা আছে Boost+Promotion নিয়ে।আর আমাদের ব্লগ ও ফেসবুক গ্রুপ এবং এই পেজে ১০০ টির মত কন্টেন্ট দেয়া আছে বুষ্টের ভালো রেজাল্ট ও রেসপন্স নিয়ে।এছাড়া আমাদের পেজেও ৫০ টার মত ভিডিও আছে।
তারপরেও এই প্রশ্নগুলি কেন আসছে?
কারনগুলি যদি দেখি তাহলে এমন হতে পারে-
১. আমরা নিজেরা কাজ করতে চাই,ভালো কিছু পেতে চাই কিন্তু আমাদের লেখাপড়া করে জানার আগ্রহ নেই।
২. আমরা দুষ্ট মানুষের মিষ্টি কথা পছন্দ করি কিন্তু স্ট্রেইট কথা বলা মানুষকে অপছন্দ করি।
৩. আমরা আমাদের সময়কে অনেক মুল্যবান বলে ভাবি বলে ভিডিও দেখিনা কিংবা লিংক দেবার পরেও পোস্ট পড়িনা।
৪. নিজের সময়কে ঠিক যতটা মুল্যবান ভাবি অন্যের সময়কে ঠিক তার বিপরীত ভাবি।এইজন্য আমরা তাদের কাছে প্রশ্ন করতেই থাকি কিন্তু ভাবিনা যে, ওনার দেয়া লিংক থেকে পড়ে নিয়ে কথা বললে সময় কম লাগবে এবং আমার জ্ঞানটা বৃদ্ধি পাবে।
যাহোক এমনভাবে বলতে গেলে শেষ হবেনা এরচেয়ে বরং বলি যে কিভাবে অনেক সেল আসবে আর লাইক-ফলোয়ার বাড়বে,এতেই সবাই খুশি হবে তাইনা?
আসলে ICT CARE কখনোই কাউকে খুশি করার জন্য কিছু করেনা কারন আমরা সত্য কথা আর সততায় বিশ্বাস করে কাজ করি,আমরা চাই মানুষ জানুক ও বুঝুক নিজেই তারপরে কাজ করুক সেটা যেখানেই করুক,যেন কেউ তাকে ঠকাতে না পারে।
💢 যেভাবে কাজ করলে ফলাফল ভালো পাওয়া যাবে-
✔️ সবার আগে আপনার ফেসবুক পেজটিকে সকলের নিকট গ্রহনযোগ্য করে তুলুন।
✔️ মনে রাখা জরুরি যে,আপনার রুচির সাথে মিনিমাম ৫১% মিল যার আছে তিনিই আপনার পছন্দ করে তৈরি করা পন্য বা সেবা গ্রহন করবেন তাই সেইভাবেই ভাবুন।
✔️ আপনি যেমন বাজারে যেয়ে ওয়েল ডেকোরেটেড একটা শপে যেয়ে পন্য কিনতে আগ্রহী ঠিক আপনার ক্লায়েন্ট র’ সেটাই চাইবে তাই আগে প্রফেশনালি ফেসবুক পেজ সেটাপ করুন।
✔️ সৎ থাকুন এবং নিয়মকানুন সঠিক রাখুন- পেজের অর্ডার পলিসি, রিটার্ন পলিসি,ডেলিভারি পলিসি এসব উল্লেখ রাখুন।
✔️ পেজে টার্গেটেড কাস্টোমার রাখার চেষ্টা করুন,যেন রিয়েল লাইক-ফলোয়ার থাকে আপনার পেজে।
✔️ কন্টেন্ট এবং কন্টেক্স অফ কন্টেন্টে ফোকাস করুন।
✔️ সুন্দর ফটোগ্রাফি করুন প্রোডাক্টের কিংবা ভিডিওগ্রাফি যেন মানুষ আকর্ষন বোধ করে কেননা আমরা অনলাইনে পন্য কিনিনা কিনি মুলত ছবি বা ভিডিও।
✔️ কত ডলারে কত টাকা সেল সেটা ভুলে যান, বুষ্ট করা মানেই সেল নয়।সবার আগে প্রপার ফেসবুক মার্কেটিং নিয়ে জানুন ও বুঝুন,ফানেল তৈরি করার কত সময় দিন ধৈর্য্য রেখে নিয়মিত কাজ করুন।
✔️ মাসের শুরুতে না মাঝে না শেষে কখন করলে ভালো হবে এসব অবান্তর প্রশ্ন না করে ভাবুন,আপনার প্রয়োজনীয় পন্য কিনতে গেলে আপনি কখন কিনেন? মাসের শুরু,মাঝামাঝি বা শেষ দেখে নিশ্চয়ই নয়।
✔️ কত টাকায় কত লাইক আসবে? এই চিন্তা বাদ দিন যদি আপনি টার্গেটেড লাইক চান তাহলে সেটা অগ্রীম বলে কেউ কাজ করালে জানবেন তিনি ফ্রড।
✔️ কত ডলারে কাজ করালে সবচেয়ে ভালো হবে?
ভালোর কোন শেষ নেই,যার বাজেট যত বেশি তার কন্টেন্ট তত বেশি মানুষের কাছে যাবে এটাই রুলস।
✔️ পন্যের কোয়ালিটি ভালো হলে আস্তে আস্তে যখন রিপিট হবে ক্লায়েন্ট তখন মার্কেটিং খরচ কমে যাবে অনেক।
✔️ শুরুতে মাসিক টার্গেটেড সেলের মিনিমাম ১৫% খরচ ধরে রেখেই আগাতে চেষ্টা করুন।
✔️ একটা বুষ্ট করে আবার ১০/১৫/৩০ দিন গ্যাপ দিয়ে কাজ করে আসলে পেজ কোনভাবেই মানুষের কাছে গ্রহনযোগ্য হয়ে ওঠেনা।
নিয়মিত কাজ করুন,ডিজিটাল মার্কেটার কে আপনার বিজনেস বুঝে ফানেল তৈরির সময় দিন এবং এডগুলি এনালাইসিস করুন,নিজে না পারলে এক্সপার্ট দিয়ে করুন।
ফলাফল আসবেই যদি আপনি ও আপনার এক্সপার্ট সৎ থাকেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *