যারা নতুন শুরু করতে চলেছেন তাদের জন্য পরিপূর্ন গাইড লাইন
আমরা অনেকেই এই গ্রুপে আছি নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদেশ্য নিয়ে।তাই আমাদের আসলে জানা উচিত কিভাবে শুরু করবো আমরা।
প্রোডাক্ট ও সার্ভিস নির্বাচন:
সবার আগে চিন্তা করতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন।
যে পন্য নিয়ে কাজ করতে চলেছেন সেটি নিয়ে কি নিজে লেখাপড়া করেছেন?
নাকি কেউ বেশ লাভবান হয়েছে বা নাম করেছে দেখে আপনি ও সেই রাস্তায় হাঁটতে চলেছেন?
এমন হলে শুরু না করাই ভালো।
কারন একটা ২০ টাকা দামের পন্য বেঁচে দেখলেন যে ১০ টাকা লাভ আর তাতেই সব টাকার ঐ পন্য কিনে আনলেন এবং দেখা গেলো কি যে ঐ পন্য মাসে একটা সেল হয় বা ১০ টা।
তাহলে লাভ কি দাঁড়ালো?
আগে পন্যের বাজার চাহিদা মাপুন।
নতুনত্ব আনার প্ল্যানিং করুন।
নাম নির্বাচন:
প্রোডাক্ট নির্বাচন করার পরে আমাদের করনীয় হলো সঠিক নাম নির্বাচন।
এই নাম টাই আজীবন ব্যাবহার করবেন
এই নামেই হবে ফেসবুক পেইজ
ও ভবিষ্যৎ ই-কমার্স সাইট যার জন্য কিনতে হবে ডোমেইন।তাই নাম বির্বাচনের আগে নিম্নোক্ত ধাপ সমুহ পার করুন।
~ নাম টি নির্বাচনের সময় দেখুন এটি পেজ সার্চে আসবে কিনা?
~ ওয়েব সাইটে SEO তে র্যাংক করবে কিনা।
~ এই সেইম নামে কারো ডোমেইন কেনা আছে কিনা।
এই গুলি ভেবে তারপরে কাজে নামুন।
একটি উদাহরন-
ধরুন কেউ বাংলাদেশি হোম মেইড ফুড নিয়ে বিজনেস করতে চাইছেন। কিন্তু তিনি নাম রাখছেন তার নামের সাথে কিচেন বা কিছু যোগ করে
লাইক tani’s kitchen/audri’s haven/jara’s food
আমার প্রশ্ন হলো মানুষ ফেসবুকে বা গুগলে তো আপনার নাম লিখে সার্চ করবে না কারন আপনার নাম তো তারা জানে না।
তাই নাম নির্বাচনে কী-ওয়ার্ডে গুরুত্ব দিন।
এমন নাম দিন যেন কী-ওয়ার্ড সার্চে আসে।
লাইক- Home Cuisine,Hygienic Food BD
এগুলির কী-ওয়ার্ড দামি।
কীভাবে দেখুন-
আমি হোম মেইড ফুড চাইলে হোম লিখবো কিংবা ফুড
তাই নামে এগুলি থাকলে সার্চ রেজাল্ট ভালো হবে।
লগো তৈরি:
ব্যাবসা শুরুর আগেই তিনটি কাজে সময় দিন।
নাম
ডোমেইন
লগো
এই তিনটি ইনভেষ্ট মেন্ট আজীবনের। তাই লগো মেকার বা ফ্রী এপস দিয়ে লগো না বানিয়ে প্রফেশনাল ভাবে কাজ করুন।
আজকের পোষ্টে এই পর্যন্তই। আগামী পর্বে স্পেসিফিক কোন কোন অংশের উপরে আপনারা জানতে চান কমেন্ট করুন।
আমি সেই ভাবে লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।