Munny Mohosin
আপু বেশ চিন্তিত আছেন কেননা পেইজের জন্য লগো বানানোর পরে এখনো জানেন না আসলে সৌভিক যে ফাইল গুলা দিলো তার কোন টা কোথায় লাগবে?
এই সমস্যা নিয়ে একটা মিটিং কল করা হলো যেখানে আছেন
Sabrin Rahman
Sunjida Hossain Lima
Farhana Afroz Tonni
Priyanka Basak
Lipika Talukder
আপুরা সকলেই।
সকলেই বলে উঠলেন সৌভিক কে ডাকা হোক, কেন এত ফাইল দিলো সে আমাদের?
Madhurjo Marshad
আপু ফোন দিলেন-
মাধুর্য আপু- আপনি কোথায়?
সৌভিক- মাত্র বাসায় এলাম গোসল টা করে একটু খেলাম লাঞ্চ টা।
মাধুর্য আপু- আপনার কি আসলেই সময় জ্ঞান নাই?
এখন কেন খাচ্ছেন?
সৌভিক- আসলে আমি আজ সারা দিন ব্যাস্ত ছিলাম এমন টায় যে অনলাইনে আসতে পারি নি।
মাধুর্য আপু- আচ্ছা তো খেয়ে আমাদের ফেসবুক রুম মিটিং এ আসেন।
সৌভিক- আচ্ছা
মিটিং শুরু হতেই Afroza Rupa আপু-
আচ্ছা আমাকে কি কি ফাইল দিবেন কাজ শেষে?
সৌভিক- নরমালি আমি লগোর জন্য যা যা দিব তা বুঝিয়ে দিচ্ছি
JPG File বলতে না বলতেই Kanta Bullet আপুর প্রশ্ন এইটা কি?
সৌভিক- JPEG – Joint Photographic Experts Group (JPEG/JPG)
Dutta দ-তো বুঝলাম কিন্তু কি দিয়ে কি?
সৌভিক- ডিজিটাল ইমেজের সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত ইমেজ ফরমেট হলো JPEG বা JPG ফরমেট যা উচ্চারিত হয় জে-পেগ নামে।
১৯৮৬ সালে এই ফরমেটটি তৈরী হওয়ার পর থেকেই ফটোগ্রাফি এবং ওয়েব এর জন্য সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে।
অধিকাংশ ডিজিটাল ক্যামেরাতে ডিফল্ট ফটো ফরমেট হিসাবে JPEG/ JPG ফরমেট দেওয়া থাকে। আপনাদের মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরাতে তোলা ছবিগুলোর নিশ্চয় ফরমেট চেক করে দেখেছেন?
না দেখলে দেখুন ম্যাজিক টা
Suhana Tanni
আপু- এইটার কাজ কি তাহলে?
সৌভিক- আচ্ছা তাহলে এর কিছু বৈশিষ্ট্য দেখি।
JPEG/ JPG ফরমেট এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
> অধিকাংশ ডিজিটাল ক্যামেরার জন্য স্ট্যান্ডার্ড ফাইল ফরমেট হলো JPEG/ JPG এবং এটা ১৬ বিট ডাটা ফরমেট সাপোর্ট করে।
> যখন ফাইলের কোয়ালিটির চাইতে সাইজ মূখ্য বিষয় হয়ে দাড়াবে তখন এই ফরমেট ব্যবহার করতে হবে। অর্থাৎ কম সাইজের ইমেজের জন্য JPEG সর্বোত্তম।
> ওয়েব সাইটে ব্যবহারের জন্য JPEG ফরমেট ইমেজকে প্রায় ৬০%-৭৫% পর্যন্ত সংকোচিত করতে পারে। ছোট ফাইল সাইজ মানেই তো দ্রুত আপলোড এবং দেখার সুবিধা।
> মানুষের চোখ সব ধরনের কালার কম্বিনেশন দেখতে পারে না। এক্ষেত্রে JPEG ফরমেট মানুষের চোখের উপযোগি করে ইমেজ কম্প্রেস করতে পারে (অপ্রয়োজনীয় কালার গুলোকে বাদ দিয়ে)। ফলে ইমেজ এর কোয়ালিটি ঠিক মনে হলেও ফাইল সাইজ কমে যায়। যেকোন JPEG ফাইলকে কোয়ালিটি ঠিক রেখে প্রায় ৫ ভাগ সংকোচিত করা যায়।
Shila Chakraborty
দিদি- আচ্ছা বোঝা গেলো, কিন্তু এর কিছু ব্যাবহার বলেন।
সৌভিক-
> স্টিল ইমেজ (স্থির ছবি) তোলার ক্ষেত্রে JPEG ফরমেট সবচেয়ে ভালো।
> জটিল কালার কম্বিনেশনের ক্ষেত্রে JPEG ফরমেট ব্যবহার করুন।
কারন এক্ষেত্রে অপ্রয়োজনীয় কালারগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যাবে।
> আলো এবং অন্ধকারের শ্যাড দেওয়ার ক্ষেত্রে JPEG ফরমেট ভালো।
কারন এই ইমেজে কোন ট্রান্সপারেন্সি নাই।
Shamima Sultana
ওয়াও এত উপকার?
সৌভিক-
তবে JPEG/ JPG ফরমেট এর ইমেজকে লাইন আর্ট এর ক্ষেত্রে ব্যবহার করা অনুচিত।
এছাড়াও যে সমস্ত ইমেজে শার্পনেস অনেক বেশি গুরুত্বপূর্ণ সেখানে JPEG ফরমেট খুবই বাজে পারফরমেন্স দেয়।
এ সমস্ত ব্যাপারে PNG ফরমেট ব্যবহার করা যেতে পারে।
Tasnem Binte Mahbub
এইটা কি আপনি আমাদের দেন?
সৌভিক- ডেফিনেট ভাবেই দিয়ে থাকি।
আমাদের
Yemeni Ibnul
ভাই ভালো বলতে পারবেন।
ইবনুল ভাই- আরে আমি তো আগে Transparent লগো লগো করে হাপাচ্ছিলাম।
পরে শাড়ি পাড়ার কাজ ভাই করার সময় ই জানতে পারলাম Transparent আর PNG একই জিনিস।
Nita Yeasmin
আপু- আমাদের এবার একটু এই ফাইল টা সম্পর্কে বোঝান।
সৌভিক-
PNG – Portable Network Graphics
১৯৯০ সালের মাঝামাঝি সময়ে GIF এবং JPEG এর সুবিধাগুলো সমন্বয় করে PNG ফাইল ফরমেট তৈরী করা হয় যাকে পিং কিংবা পিএনজি হিসাবে উচ্চারণ করা হয়।
যদিও এখনো পর্যন্ত এই ফরমেটটি মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার থেকে শুরু করে অনেক পুরাতন ব্রাউজারে পুরোপুরি সাপোর্ট করে না তবুও ফরমেটটি ট্রানপারেন্সি এবং ফাইলের কালার কম্বিনেশন এর কারনে ব্যবহারকারীদের কাছে শক্ত অবস্থান তৈরী করে ফেলেছে।
Hasna Yeasmin Zumur
আপু- হায় আল্লাহ যা সাপোর্ট করে না আপনি তাই দেন?
সৌভিক- ও ম্যাডাম আরো কাহানী আছে শোনেন আগে।
>এই ফরমেটটি ইমেজে একই সাথে ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা) এবং অস্বচ্ছতার বৈশিষ্ট্য সংরক্ষণ করতে পারে।
প্রায় ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে তাই এই ফরমেটে ফটোগ্রাফের আসল কালার পাওয়া যাবে এবং ছবি হাই কোয়ালিটির হবে।
> সংকোচন হার খুবই সীমিত হলেও কোন ডাটা না হারিয়ে ইমেজ ফাইলকে কম্প্রেস করা যায়।
Tamhida Bintey Zaman
আপু- একটু কঠিন লাগলো।
সৌভিক- আপনার জাহানারা পল্লীর প্রোডাক্টে যে সিগনেচার বা লগো বসাতে চাইছেন তা কিন্তু এটার ই অবদান।
মানে লগো বসাতে চাইছেন যারা তারা এই ফাইল টা বসাবেন।
Bornaly Bonni
আপু- এইডা আগে কইবি তো ভাই।
আমি এইবার ফক ফকা।
Shormy Mala
আপু- ভাইয়া মেইন ফাইল দেন না?
সৌভিক- ডেফিনেটলি এটা তো দিব ই, এই ফাইলের নাম টা Ai
Tauhid Yasmin
আপু- হায় আল্লাহ আমায় তো PSD দিয়েছে।
সৌভিক- হ্যাঁ এই ফরম্যাট ও পেতে পারেন কিন্তু এটা সঠিক না।
Ratna Rani Dev
দিদি- কেন দাদা?
সৌভিক- এই ফরম্যাট এ কাজ করার জন্য লগো না।
লগো হলো ইলাষ্ট্রেটর নামক সফটওয়্যার এ তৈরি করতে হয় যার ফাইল নেম বা extension হবে Ai.
এই PSD আর Ai মিয়ে লিখবো একদিন ইনশাআল্লাহ।
Nadira Rahman Dipu
আপু- এই মেইন ফাইল দিয়ে করবো কি?
সৌভিক- আপনার লগোতে কখনো কোন কালার চেঞ্জ বা ফন্ট চেঞ্জ করার দরকার হলে মেইন ফাইল থেকেই করতে হবে, এজন্য তো লাগবেই।
তাছাড়া যেকোন কিছুর প্রিন্টিং এ লাগবে এটা।
কেননা দোকানী রা চাইবেন।
আজ এই পর্যন্তই।
শুভ কামনা সকলের জন্য।
সৌভিক
কাজ করছি লগো, ফেসবুক পেইজ, ডোমেইন-হোষ্টিং নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ICT CARE