পেজ রেস্ট্রিকশন কেন হয়

ইনবক্সে অনেক মেসেজ আসছে পেজ রেস্ট্রিকশন নিয়ে। ফেসবুক তার নানাবিধ আপডেট শুরু করে ২০২০ সাল থেকে।এরপরে একটা সময়ে মেটা হয়ে আসার পর থেকেই ফেসবুক নিজেকে একটা বিজনেস বেইজ প্ল্যাটফর্মে রুপান্তর করে এবং সেখানে সর্বোচ্চ সিকিউরিটি ও গারবেজ মুক্ত একটা প্রফেশনাল সাইট বানাতে চাইছে।
এইজন্য প্রতিনিয়ত চলে আপডেট,আর ঐ সকল সময়ে ফেসবুক পেজে অনেক ধরনের রেস্ট্রিকশন দেখা দেয়।এটা যতটা না আপডেটের জন্য,তারচেয়ে অনেক বেশি হলো- আমাদের অজ্ঞতার জন্য।
নিয়মিত আপডেট দেয়া মানেই নতুন নতুন রুলসের সাথে সখ্যতা এবং সেগুলিকে আয়ত্ত করে সেই মোতাবেক চলা।অথচ আমরা তো সবচেয়ে বেশি যেখানে আপ্পত্তি দেখায় সেটা হলো- লেখাপড়া ও জানার আগ্রহ।
ফেসবুক পেজে যে সকল সমস্যাগুলি হয় তারমধ্যে ভাইটাল হলো- Facebook ads restriction.
পেজে বুষ্ট রেস্ট্রিক্টেড করে দিলো, নতুন পেজ খোলার পরেও আবার একই সমস্যা!এমন ম্যাসেজ আশে বেশি,তার জন্যই এই আর্টিকেল।
কেন এমন হচ্ছে?
আমার অভিজ্ঞতার আলোকে যেগুলি পেয়েছি সেগুলি তালিকা করে দিচ্ছি-
✔️ একই নামে, একই আইডি থেকে (যে আইডি থেকে পেজ খোলার পরে এমন হয়েছিলো,সেই একই আইডি) পেজ খুললে রেস্ট্রিকশন হয়।
✔️ মুলত পেজে বুষ্ট আন এইভেইলেবল হলে, আমরা একটা আইডি থেকে সেটার রিভিউ -করি,রিভিউ সাকসেসফুল না হলে আমাদেরকে জানিয়ে দেয় যে- পার্মানেন্টভাবে রেস্ট্রিক্টেড।
এমন পেজের এডমিন যদি আবার একই নামে পেজ খোলে তাহলে পরের পেজটাতেও একই সমস্যা হবার সম্ভাবনা থাকছে এবং সমস্যা হচ্ছে।
✔️ কমিউনিটি গাইডলাইন না মানলে।
✔️ স্ক্রিনশট শেয়ার করলে।
✔️ লোগো ব্যাতিত ছবি পোস্ট করলে।
✔️ রিসেলিং পন্যের ছবিতে আসলে কারো পক্ষ্যে বোঝা সম্ভব না যে,এটার আসল মালিক কে,তাই এমন পন্যের পেজে সমস্যা বেশি।
✔️ মানুষের মুখে স্টিকার বসিয়ে পোস্ট করলে।
✔️ গলা কা*টা,মাথা কা*টা এমন ছবি পোস্ট করলে।
✔️ সামাজিকভাবে সম্মানিত কোন ব্যাক্তিকে নিয়ে ট্রল করলে।
নোট- এমন না যে,এই কজাওগুলি আপনার পেজে করলে সমস্যা,আপনার পেজের দ্বায়িত্বে যারা আছেন- এডমিন,এডিটর,মডারেটর এদের কারো দ্বারা যদি এমন হয় তাহলে সেটার জন্য পেজ রেস্ট্রিকটেড হতে পারে।
সমাধান কি হতে পারে-
✅ পেজের একটা ইউনিক নাম খুঁজে নিন।
✅ প্রফেশনালের কাছ থেকে ডোমেইন নিয়ে নিন।
✅ প্রফেশনাল কাউকে দিয়ে পেজ খুলে সেটাপ করুন।
✅ ট্রাষ্টেড মাধ্যম থেকে ফেসবুক মার্কেটিং করুন।
নিজে জানুন অন্যকে জানার সুযোগ করে দিন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *