পেজ রেস্ট্রিক্টেড , নতুন পেজ খুললেও সেইম সমস্যা

ফেসবুক যেদিন থেকে মেটাতে আসার ঘােষণা দিয়েছে সেই গত বছরের নভেম্বর থেকেই সম্ভবত এই পিকিউলিয়ার সমস্যাটা দেখা যাচ্ছে। সমস্যাটা হল- পেজে বুষ্ট রেস্ট্রিক্টেড করে দিলাে, নতুন পেজ খােলার পরেও আবার একই সমস্যা।
কেন এমন হচ্ছে?
স্পেসিফিক কোন কারন না জানালেও আমার অভিজ্ঞতার আলােকে যেগুলি পেয়েছি সেগুলি তালিকা করে দিচ্ছি
• একই নামে, একই আইডি থেকে পেজ খুললে
• মুলত পেজে বুষ্ট আন এইভেইলেবল হলে, আমরা একটা আইডি থেকে সেটার রিভিউ করি,রিভিউ সাকসেসফুল না হলে আমাদেরকে জানিয়ে দেয় যে- পার্মানেন্টভাবে রেস্ট্রিক্টেড।
• এমন পেজের এডমিন যদি আবার একই নামে পেজ খােলে তাহলে পরের পেজটাতেও একই সমস্যা হবার সম্ভাবনা থাকছে এবং সমস্যা হচ্ছে।
সমাধানকি হতে পারে
• পেজের একটা ইউনিক নাম খুঁজে নিন
• প্রফেশনালের কাছ থেকে ডােমেইন নিয়ে নিন
• প্রফেশনাল দিয়ে পেজ খুলে সেটাপ করুন।
• ট্রাক্টেড় মাধ্যম থেকে বুষ্ট ও প্রমােট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *