এখানে মুলত অনেকগুলি বিষয় জড়িয়ে।একটু দেখে আসি-
১ম সাবজেক্ট হলো- “১ লাখ টাকার সেল ” এটা সঠিক কনসেপ্ট নয়।
যদি এমন হয় যে আপনার একটা প্রোডাক্টের বা সার্ভিসের মুল্য ১ লাখ টাকা হয়, তাহলে কি আপনি সারা মাসে একটা প্রোডাক্ট সেল করতে চান?
যদি প্রডাক্টের দাম হয় ১০০০ টাকা তাহলে কি আপনি মাসে ১০০ পিস অর্ডার কনফার্ম করতে চান?
দুইটা প্রশ্ন থেকে নিশ্চয়ই বুঝেছেন প্লান টা ১ লাখ টাকার সেলের উপরে ডিপেন্ড করেনা, ডিপেন্ড করে কতটা অর্ডার কনফার্ম করতে চাইছেন তার উপরে।
যদিও এই বিষয়ে কেউ কখনোই, ১০০% নিশ্চয়তার সাথে বলতে পারবেনা তবে এই যুগে বাংলাদেশে তো এইসব বলেই বিজ্ঞাপন হয়।
যদি আপনার পন্যটি ভাইরাল প্রোডাক্ট মানে, যা সকলে ক্রয় করতে চায় এবং সবকিছু ঠিক থাকে আর দাম যদি হয় ১০০০ টাকার কম তাহলে প্রতি ডলারে গড়ে ১-৩ টা কনফার্ম অর্ডার পেতে পারেন।
যদি ভাইরাল প্রোডাক্ট না হয় এবং দাম যদি হয় ১০০০ টাকার কাছাকাছি তবে প্রতি ডলারে গড়ে ১-১.৫ টা অর্ডার পেতে পারেন।
যদি নিত্য ব্যবহারের প্রোডাক্ট হয় তখনো গড়ে প্রতি ডলারে একটা অর্ডার পেতে পারেন। যদি প্রোডাক্ট প্রাইস ২০০০-৫০০০ টাকার বেশি হয় এবং যদি নিত্য ব্যবহারিক প্রোডাক্ট হয় তখনো গড়ে প্রতি ২/৩ ডলারে ১-১.৫ টা অর্ডার পেতে পারেন।
মনে রাখবেন উল্লিখিত পরিমান ১০০% কার্যকর হবে এমন গ্যারান্টি নাই। তবে যদি অডিয়েন্স সিলেকশনে কোন মিস্টেক না হয় তাহলে এমন রেজাল্ট আশা করা যায়।