প্রথম প্রথম ‘না’ বলতে গিয়ে আপনার মাঝে অপরাধবোধ জাগবে, এই ব্যাপারটি মেনে নিয়েই এগিয়ে চলুন – অন্যকে খুশি করে চলা বন্ধের উপায়(পর্ব-০৪)
এটা খুবই স্বাভাবিক যে অনেক দিনের অভ্যাস পরিবর্তন করাটা মাঝে মাঝে একটু কঠিনই হয়ে পড়ে। এবং প্রথম প্রথম ‘না’ বলাটা আপনার মাঝে এক ধরনের অপরাধবোধের জন্ম দেবে। কিন্তু এটা মেনে নিয়েই আপনাকে আত্মশুদ্ধি চালিয়ে যেতে হবে। ধীরে ধীরে দেখবেন ব্যাপারটি আপনার জন্য সহজ হয়ে আসছে।
আপনি যদি অন্যকে খুশি করে চলতে অভ্যস্ত হন, তবে এটাও সত্যি যে আপনার মাঝে একটি দয়ালু ও নরম মন রয়েছে। সেকারনে কাউকে ‘না’ করলে আপনার হয়তো মনে হয় যে আপনি তাকে কষ্ট দিচ্ছেন – এবং মন থেকেই আপনি কাউকে কষ্ট দিতে চান না। আপনার মনে হতে পারে আপনার ‘না’ করার কারনে কারও কোনও ক্ষতি হয়ে গেল, এবং সেই কারনে আপনি নিজেকে অপরাধী ভাবতে পারেন।
কিন্তু সত্যি বলতে, এমন অনেক সময়ই আমাদের জীবনে আসে যখন নিজেকে, নিজের কাজকে গুরুত্ব দেয়াটা সবচেয়ে জরুরী হয়ে পড়ে। কাজেই আপনার মাঝে অপরাধবোধ জমা হলেও সেগুলোকে মেনে নিয়ে নিজের কাজ চালিয়ে যান। একটা সময়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি সঠিক সিদ্ধান্তটিই নিয়েছেন।