যখন অনলাইনে বিজনেসের প্রসার ছিলোনা,তখন আমরা কি করতাম? আমরা কোনকিছু কেনার উদ্দেশ্যে বাজারে কিংবা বড় শপিং মলে যেতাম,এইজন্য বাসা থেকে বের হয়ে যেকোন যাতায়ত মাধ্যমে করে নিদৃষ্ট গন্তব্যে পৌছাতাম।
গন্তব্যে পৌছে আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে একটা সুইটেবল পজিশনে এসে তবেই পন্যটি কিনতাম।এক্ষেত্রে আমাদের কি কি ব্যয় হতো?
এরপরেও কি আমরা চাইলেই যশোরে বসে ঢাকা থেকে কোন পন্য কেনার কথা চিন্তা করতে পারতাম? এটা বাদ দেন, আমরা কি চাইলেই, উত্তরায় বসে নিউ মার্কেটের কোন দোকান থেকে পন্য কিনতে পারতাম?
আমি জানি, ডেলিভারি চার্জ দিতে আপত্তি আছে এমন মানুষও এই জায়গায় এসে বলবেন- না, পারতাম না।
তাহলে একবার ভেবে দেখুন তো, এই অনলাইন বেইজ বিজনেস এবং বাড়িতে বসে হোম ডেলিভারি সিষ্টেম চালু হবার পরে আমার লাভ হলো নাকি লস?
সারাদেশ ব্যাপী, ৩০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত ডেলিভারি চার্জের মাধ্যমে আমরা পন্য কেনাকাটা করে, বাড়িতে বসেই সেটিকে রিসিভ করতে পারি।এতে আমার কি ব্যয় হয়?
আর বেঁচে যাচ্ছে-
উন্নত বিশ্বে যারা বিশ্বাস করে যে, Time is money তাদের কাউকেই আপনি এই অনলাইন সিষ্টেমের বিপক্ষ্যে কথা বলতে দেখবেন না।কারন,তারা ভালো করেই জানে যে কত সুবিধা আমরা ভোগ করছি।
ডেলিভারি চার্জ ইস্যুতে, ক্লায়েন্ট কে বোঝান আর পারলে এই পোষ্ট শেয়ার করে নিজের পেজে দিয়ে রাখুন কিংবা কপি করে কার্টেসি সহ এই পোষ্ট পেজে গিয়ে পিন করে রাখুন।