প্রসঙ্গ যখন পেজের রিচ, তখন কন্টেন্ট কেমন হওয়া উচিত

গত এক সপ্তাহে প্রায় ১০০+ পেজ ভিজিট করলাম,এটা আমার বিজনেসের একটা পার্ট যে আমি উদ্যোক্তাদের পেজকে ভিজিট করে, সেগুলির ভুল বলে দিই এবং কি করনীয় ও কত খরচ হবে সবই বলে দিই।

সত্য বলতে আমি প্রায় এই ৯৮% পেজেই পেলাম মারাত্বক ভুলের সমাহার।ভুলগুলি নিয়ে আমি একটু বলে দিই-

  • পেজের রিচ বাড়াতে রিলস ভিডিও দেয়া যাবে, তাই বলে কোয়ালিটি বিহীন রিলস দেয়া
  • লোগো প্লেস না করেই ইমেজ প্রেজেন্ট করা
  • পন্য সংক্রান্ত পোষ্ট শুধুই, অন্য কিছুই নাই
  • কোন কোন পেজে একইসাথে খাবার, ফ্যাশন, ইসলামিক, রাজনৈতিক, মিমস, ট্রল সব একসাথে আছে।এগুলি কখনোই ভালো দিক হতে পারেনা।
  • ভিডিওতে লোগো নাই, আছে হাতে লেখা নাম
  • ব্যানারে আছে পন্যের ছবি কিন্তু ব্যানারের মেইন অংশই নাই
  • বেসিক সেটিংস ঠিক নাই
এমন অনেক ভুলের সমাহার আপনাদের পেজগুলিতে।এইগুলি করে আসলে লাভ হয়না ক্ষতি ছাড়া।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *