প্রস্থান কখনো সমাধান হতে পারে না

জীবনের এই মঞ্চে আমরা সবাই ই কোন না কোন ভাবে অসুখি কিংবা শুন্য।
অনেকের ই হৃদয় হয় চুর্নবিচুর্ন আর অনেক কারনেই দুঃখ ভারাক্রান্ত হয় মন।এমন সময় থাকে না কোন কন্ট্রোল।
আবার ঠিক এই কথার উলটা টা ও আছে, আমাদের বেঁচে থাকা থেকে শুরু করে
সকল প্রাপ্তির জন্য ই আলহামদুলিলাহ। অনেক কিছুই আমাদের প্রতিদিনের প্রাপ্তিতে যোগ হয়
যা নিয়ে আমরা ভাবি কম বলেই হয়তো গোচরে আসে না আমাদের।
আমরা সবাই কিন্তু জানি যে প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলিয়েই আমাদের জীবন,
জীবনের এই মঞ্চে আমাদের আপস এন্ড ডাউন থাকবেই আর সেজন্য যদি
আমরা ডাউন টা কে মেনে না নিতে পেরে মঞ্চ ছেড়ে চলে যায় তাহলে কি কোন দিন ও প্রাপ্তির সম্ভাবনা থাকবে?
আমি যা লিখছি তা সবাই জানি, কিন্তু নিজের মন কে শোনায় না এটাই আমাদের ব্যার্থতা।
এই মঞ্চে এখন ৫ লক্ষ সদস্য যাদের কাজ ই লেখাপড়া।এবং মজার ব্যাপার হলো প্রতি দিন ই বাড়ছে শিক্ষার্থী সংখ্যা,
যাদের চোখে স্বপ্ন ই হলো লেখাপড়া করে জ্ঞান অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করা।
আপনি যদি দুই চার দিন চেষ্টা করে নিজের পরিচিতি অন্যদের মত নয় বা হচ্ছে না বলে ছেড়ে দেন
তাহলেই তো হেরে গেলেন।আগে বুঝুন আপনি কেন থাকেন কোন প্ল্যাটফর্মে।যেখানে
যে উদেশ্য নিয়ে থাকবেন সেখানে যদি সেটির মিসিং হয় তাহলে না হয় গেলেন,
কিন্তু একটা কারন কে টেনে অন্য একটার উপরে নিয়ে গিয়ে কি ইফেক্ট টা নিজের উপরে ফেলে প্রাপ্তিকে পায়ে ঠেলে দিচ্ছেন না?
৫ লক্ষ থেকে ৫০ লক্ষ্যে পৌছে যাক শিক্ষার এই প্ল্যাটফর্ম সেই
শুভ কামনা রইলো একই সাথে সকলেই শিখুন আর জানুন একই সাথে লিখুন,
কমেন্ট করুন এতে করে নিজের জ্ঞানচর্চা ই ভালো হবে, সফলতা ধরা দিবে আপনার কাছে।
মনে রাখবেন, যখন কেউ আপনার অর্জন কে স্বীকৃতি দিতে চাইবে না তার মানে ই হলো সে আপনার যোগ্যতা ও প্রতিভার বিকাশ কে ভয় পায়।
কখনোই প্রস্থান কোন সমাধান হতে পারে না, লড়ে যান শেষ বিন্দু পর্যন্ত। সফলতা তো খুব সহজেই পায়ে লুটায় না।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রুপের সকলের জন্য এবং ব্যাক স্টেজের সৈনিক দের জন্য এবং রইলো ভালোবাসা আর দোয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *