কর্মক্ষেত্রে,আপনি যে পেশার মানুষই হোন না কেন আপনাকে প্রোডাক্টিভ হতে হবে।আপনি যদি প্রোডাক্টিভ না হতে পারেন তাহলে আপনার জন্য সকল পেশাতেই রয়েছে ফেইলিউর হবার সমুহ সম্ভাবনা।
Highly Productive মানুষগুলি মুলত তিনটি অভ্যাস রপ্ত করে এবং সেই অনুযায়ী কাজ করেন।সেগুলি হলো-

Focus

Planing

Consistancy

Focused- আপনাকে আপনার কাজের ব্যাপারে খুব বেশি ফোকাসড হতে হবে।সাধারণ মানুষের সাথে প্রোডাক্টিভ মানুষের সমস্যা মুলত এখানেই।

Planing- আপনাকে অবশ্যই প্ল্যান মাফিক কাজ করে আগাতে হবে।পরিকল্পনা ব্যাতিত কোন কাজই আপনাকে সফলতা এনে দিবেনা।

Consistancy – আমরা অনেকেই প্রথম দুইটা ধাপ ঠিকঠাক পালন করে আসি কিন্তু তিন নাম্বার পয়েন্টে এসে গন্ডগোল টা বাঁধিয়ে ফেলি।কোন কিছু শুরু করলে সেটার ফলাফল চিন্তা করে নিতে হবে এবং টার্গেটে পৌছাতেই হবে এমনভাবে ফোকাসড হয়ে কাজ করতে হবে।