আমরা সাধারণত খালি চোখে সুন্দর বা অসুন্দর যা দেখতে পাই,সেই সময়ের স্মৃতিটা ধরে রাখার জন্য ক্যামেরার মাধ্যমে যে স্থিরচিত্রটি ফ্রেমবন্দি করে রাখি সেটাই ফটোগ্রাফি ।
আসলে ফটোগ্রাফিটা হচ্ছে মুল্যবান সময়ের স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা,বা সুন্দর একটা দৃশ্য কে ধরে রাখার চেষ্টা যাতে সেই সুন্দরের আনন্দ সবাই নিতে পারে ।
একটা ছবি/ফটোগ্রাফিকে সুন্দর ভাবে উপস্থাপন করতে কি কি করনীয় ?
১। সুন্দর একটা দৃশ্য নির্বাচন বা সাবজেক্ট সিলেকশন
৪। কম্পোজিশনের দিক নজর রাখা
১/ সুন্দর দৃশ্য নির্বাচন – ফটোগ্রাফির ক্ষেত্রে সাবজেক্ট সিলেকশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যা ইচ্ছা তুলে দিলেই সেটা ফটোগ্রাফি হবে না, তাই মাথায় রাখতে হবে আসলে আমরা কি তুলছি ক্যামেরায়,সেই দৃশ্যটা কেমন হবে ।
২/ ফ্রেমিং – ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্রেমিং,একটা সাধারন ছবি হয়ে উঠতে পারে অসাধারণ শুধুমাত্র সুন্দর ফ্রেমিং এর জন্য,আবার একটা অসাধারণ ছবিও সাধারন ওকে মানের হয়ে যেতে পারে ফ্রেমিং এর জন্য । তাই যাই তুলি আমি ক্যামেরার তার ফ্রেমিং অবশ্যই সুন্দর হতে হবে ।
৩/ বেসিক কিছু রুলস মানা – একটা ভাল ফটোগ্রাফি তখনই অসাধারণ হবে যখন বেসিক কিছু রুলস মেনে তুলা হবে। যেমন- দিগন্তরেখা সোজা হতে হবে, রুলস অব থার্ড মানা, ফ্রেমে ডিস্টারবিং এলিমেন্টস না রাখা।
৪/ কম্পোজিশন এর দিকে নজর রাখা – একটা ফটোগ্রাফিক ফ্রেমের কম্পোজিশন ঠিক না থাকলে সেটা দেখতে ভাল লাগবে না কখনো, সাবজেক্ট এর অবস্থান,ব্যাকগ্রাউন্ড,মোমেন্ট ও টোটাল পরিবেশ মিলিয়ে একটি সুন্দর কম্পোজিশনই ফটোগ্রাফিকে পারফেক্ট করে ।
উপরে ফটোগ্রাফির একেবারে প্রাথমিক কিছু ব্যাপার জানানো হলো। অনলাইন বিজনেসের জগতে আমরা ছবি পোস্ট করি এবং ক্রেতা তখন পন্য নয়,ছবিই ক্রয় করে তাই এই ব্যাপারগুলো বিবেচনায় রাখা উচিত আমাদের।
ফটোগ্রাফি নিয়ে আরো কিছু আলোচনার পোস্ট আপনাদের চাহিদায় করা হবে ইনশাআল্লাহ।
যে কোন ধরনের ফটোগ্রাফিক রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন,ইনশাআল্লাহ সেগুলি টার্গেট করে লিখবো।