ফেসবুকের অজানা কিছু সেটিং,যা আমাদের সকলের জানা দরকার -পর্ব ০১

 
ফেসবুক যেভাবে দিনের পর দিজ তার শাখা প্রশাখা ছড়াচ্ছে,আর যে হারে আমাদের ফেসবুক কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে তাতে করে এই এপসটি অনেকের কাছেই এখন মৌলিক চাহিদার ন্যায় হয়েছে।
এদিকে যারা উদ্যোক্তা বা ছাত্র-ছাত্রী তাদের কাছে তো ফেসবুক একাধারে কাজের জায়গার পাশাপাশি সময় নষ্টের একটা ফাঁদ ও বলা চলে (অভিভাবকদের কাছে অন্তত তাই)
এদিকে ফেসবুকের আছে এমন অজানা ও দরকারী কিছু ট্রিক্স যেগুলি এপ্লাই করলে আমাদের ফেসবুক ইউজার এক্সপিরিয়েন্সটা হবে দারুন।
আজ আমি বলবো এমন কিছু ফিচার নিয়ে-
See First/ Favourite- আমরা ফেসবুকে যারা বিজনেস করি কিংবা ক্যারিয়ার নিয়ে মোটামুটি চিন্তিত তাদের সকলের আছে বেশ বড় একটা কমিউনিটি,আর এই কমিউনিটির কারনে আমার-আপনার ফেসবুক ওয়ালে এসে ভীড় জমায় অনেক আজাইরা কন্টেন্ট।যে কারনে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে খারাপ এবং আমরা করছি সময় নষ্ট।
আপনারা যারা সময় নষ্ট করতে চান না তারা আপনাদের পছন্দের রাইটারদের আইডিতে যেয়ে Favourite অপশনটি সিলেক্ট করে রাখুন।তাহলে এই ব্যাক্তিগুলির কন্টেন্ট আপনার ওয়াল জুড়ে থাকবে।
আপনি চাইলে আপনার পছন্দের পেজ ও গ্রুপ গুলিকেও ফেবারিট লিষ্টে এড করে রাখবেন।তাহলে সেই পেজ ও গ্রুপ গুলি ব্যাতীত অন্য পোষ্টগুলি এসে আপনাকে আর জ্বালাবেনা।
কিভাবে এইকাজগুলি করবেন সেগুলি ছবি সাথে ক্যাপশনে দিয়ে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *