Sabera Kabir
আপু ফেসবুকে দেখলো একটা ইভেন্ট, যেখানে লেখা আছে 162 Going 202 interested এটা দেখেই ওনার মাথায় চিন্তা এলো আচ্ছা এটা কোথায়? আর এটা আসলে করে কিভাবে?
সে সাথে সাথে সৌভিক ভাইয়ার সাথে কন্টাক করলো আর জানালো যে
Tasnem Binte Mahbub
আপুর একটা জামদানীর উপরে ইভেন্ট না কি যেন দেখলো সেটা কিভাবে কি করা যায়?
সৌভিক ভাই বললেন-
আপু আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি (যা ছবিতে আছে)
স্টেপ-১: আপনি আপনার ফেসবুক এপসে যান এবং আপনার হোম পেজের উপরে ডানে ক্লিক করুন (যা ছবিতে বিদ্যমান)
স্টেপ-২ঃ আপনার সামনে এখন আপনার পেজ এর লিষ্ট দেখাবে।
সেখানে ক্লিক করুন এবং দেখুন স্ক্রিনে Page নামক ট্যাব এসেছে।
স্টেপ-৩ঃ এখানে Page ট্যাবে ক্লিক করুন এবং দেখুন নিচের ছবির ন্যায় এলো কিনা।
স্টেপ-৪ঃ মোবাইলের স্ক্রিন টি ডান থেকে বামে সরালে দেখুন Event নামে একটি অপশন আছে।
সেখানে ক্লিক করুন
স্টেপ-৫ঃ এখন আপনি Create Event এ ক্লিক করুন
স্টেপ-৬ঃ এখন স্ক্রিনে আপনাকে দেখাবে Event কেন ক্রিয়েট করবেন আর কি সুবিধা।
জানতে চাইলে পড়ুন অথবা স্কিপ করুন।
স্টেপ-৭ঃ এবারে আপনি আপনার ইভেন্ট বুঝে সিলেক্ট করুন।
স্টেপ-৮ঃ এখানে আপনার কাজ হলো ইভেন্ট টি কখন থেকে কঝন পর্যন্ত চলবে সেটি নির্ধারন করে দেয়া।
যা চিত্রে দেখানো হয়েছে
স্টেপ-৯ঃ এখানে আপনার যখন শুরু আর শেষের সময় টা দেয়া হয়ে যাবে তখন ছবির ন্যায় দেখাবে।
স্টেপ-১০ঃ এবারে আপনাকে আপনার ইভেন্ট এর ডিটেইলস দিবে যা যা আপনি এখনো পর্যন্ত দিয়েছেন।
স্টেপ-১১ঃ আমি যেহেতু ফেসবুক লাইভ নিয়ে ইভেন্ট করেছি তাই সরাসরি ফেয়াবুক লাইভ দিয়ে সিলেক্ট করলাম।
আপনারা আপনাদের পছন্দ মত দিবেন।
স্টেপ-১২ঃ এখানে আপনারা আপনাদের ডেস্ক্রিপশন ও টাইটেল দিয়ে দিবেন।
স্টেপ-১৩ঃ এবারে একটি কভার ফটো দিন ইভেন্টের জন্য।যেটা ইভেন্ট পোষ্ট হলে দেখাবে।
আশা করছি সবাই পারবেন, আর যাদের সমস্যা হবে তারা একটু কমেন্ট করে জানাবেন কি সমস্যা।