ফেসবুকে এড মানেই হাজার/লক্ষ/কোটি টাকার সেল

Facebook Boost / Ads দেয়া মানেই সেল করা নয়।এড বা বিজ্ঞাপন দেয়া হয় মুলত ঐ পন্য সম্পর্কে জানাতে।আগে এডস নিয়ে জানুন,এরপরে বলুন যে সেল কি করতে চান।
একটা এডস থেকেই সেল আশা করার আগে নুন্যতম জ্ঞানটুকু অর্জন করে নিন।
শুধু এড দেয়া/বুস্ট দেয়া কিংবা একটা ল্যান্ডিং পেইজ বানালেই সেল হয়ে যাবেনা।এই বিষয়ে জ্ঞান অর্জন করাটা খুব জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *