ধরা যাক, বাংলাদেশে ২ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ১৩ বছরের বাচ্চা রয়েছে আবার ৬০ বছরের বৃদ্ধও রয়েছে। রিকশাচালক রয়েছে, আবার কোন কোম্পানির সিইও রয়েছে।
এই ২ কোটির মধ্যে আপনার পোস্ট যাবে ধরুন বাজেট অনুযায়ী ১৫০০০ মানুষের কাছে।সবাই কি আপনার প্রোডাক্ট কিনবে/সবাই কি আপনার কাস্টমার?
নিশ্চয়ই না, একজন রিকশাচালক অথবা ১৩ বছরের বাচ্চা নিশ্চয়ই আপনার প্রোডাক্ট কিনবেনা।সুতরাং, আপনার পোস্ট কি রিকশাচালক বা ১৩ বছরের বাচ্ছার কাছে পৌঁছিয়ে কোন লাভ আছে?
আবার জিগাই,লাভে লোহা বইছে কিন্তু সেটা আপনার না,যিনি করছেন তার।
আর আপনার?
অবশ্যই লস, কারণ প্রত্যেকটা রিচের জন্য আপনার টাকা খরচ হচ্ছে।আপনি নিশ্চয়ই চান যেন আপনার পোস্ট টা এমন মানুষের কাছে পৌঁছায়, যাদের কেনার জন্য ইচ্ছা ও সামর্থ্য আছে বা যাদের ওই প্রোডাক্ট টা দরকার।
কিভাবে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাবো?
এখন আপনার পোস্টটি ২ কোটি মানুষের যে কোন কারও কাছে পৌঁছাতে পারে। এখন আপনি এই ২ কোটি সংখ্যাকে যত ন্যারো করবেন, ততই নির্দিষ্ট হবে আপনার টার্গেট কাস্টমার।আপনি একটি পোস্ট বুস্ট করবেন, আপনি শুরুতে একটা এজ লিমিট দেন, আপনার যারা কাস্টমার, তাদের বয়স কত হবে?
ধরুন, ১৮-৫০।
বয়সের লিমিট দেওয়ার পর সংখ্যাটা ১ কোটি হয়ে গেল।এবার ধরুন, আপনার যারা কাস্টমার, তারা মেয়ে হবে।এবার জেন্ডার দিন, ফিমেল।তাহলে সংখ্যাটা হয়ে গেল ৫০ লাখ।এবার ধরুন আপনি বেবি আইটেম সেল করেন, সুতরাং আপনি চিন্তা করলেন, যাদের বেবি আছে তাদের কাছে পোস্টটি পৌঁছাতে।এবার আপনি অডিয়েন্স দিলেন, যাদের ১-২ বছর/৫-৬ বছরের বেবি আছে।তাহলে ওই ৫০ লাখের মধ্যে যাদের বেবি আছে, তাদের কাছেই আপনার পোস্ট পৌঁছাবে।
অথবা আপনি গিফট আইটেম সেল করেন,সুতরাং আপনি এমনভাবে টার্গেট করতে পারেন যাদের ফ্রেন্ড এর আগামী ১ সপ্তাহে বা আগামী এক মাসে জন্মদিন আছে অথবা যাদের আগামী এক মাসে অ্যানিভার্সারী আছে।তাহলে ওই সংখ্যাটা চলে আসবে ১০ লাখে।
এই ১০ লাখ আপনার অডিয়েন্স, ধরেন এদের বেশিরভাগই আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে।আপনাকে আগে আপনার কাস্টমার চিনতে হবে।আপনার কাস্টমার কারা হবে, তাদের ব্যাবহার কেমন হবে, তারা কি খেতে পছন্দ করে, কেমন গান পছন্দ করে, কেমন মুভি পছন্দ করে, তারা কি ছাত্র নাকি জব হোল্ডার, নাকি ব্যবসায়ী, তারা কি সিঙ্গেল নাকি ইন অ্যা রিলেশন নাকি অ্যাঙ্গেজড, নাকি বিবাহিত নাকি ডিভোর্সি।
এমন শতাধিক ইন্টারেস্ট দিয়ে আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে পারবেন।মনে রাখবেন, রিচ বেশি মানেই ভাল বুস্ট না, যারা জীবনেও অনলাইন থেকে কিনবেনা, এমন ১০০০০ জনের কাছে পৌঁছানোর চাইতে যারা কিনবে এমন ১০০ জনের কাছে পৌঁছানো বেটার।কারণটা নিশ্চই বুঝতে পেরেছেন।
যাদের এসব বুঝতে সমস্যা তাদের উচিত একজন এক্সপার্টকে খুঁজে নেয়া।যিনি এনালাইসিস করবেন আপনার পেজ। টাকা খরচ হোক কিন্তু আপনার ৮০% বুষ্টিং যেন ফলপ্রসু হয়।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লগো ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন, ওয়েবসাইট ডিজাইন, ফেসবুক পেজ প্রোমোট,পোষ্ট বুষ্ট,ডোমেইন-হোষ্টিং,ভিডিও এডিটিং,কন্টেন্ট রাইটিং।