এইতো সেদিন ক্যাম্পাসে আমাকে ঘিরে আমার কলিগরা বলছেন- অনলাইন থেকে আপনি কিভাবে পন্য কেনেন ভাই?পন্য জীবনেও ভালো হয়না।আর না দেখে কি পন্য নেয়া যায়?
আমি হেসে জবাব দিলাম- ভাই, আমি চোখের সামনে দেখেও কোন পন্যে এত বিশ্বাস পাইনা,যতটা পাই এই অনলাইনে কেনাকাটা করে।সবাই আমায় পাগল ভাবলেও আমি এতে বিচলিত নই মোটেও।
ইদানিং অনেককেই দেখি পোষ্ট করতে তাদের নিজের ওয়ালে- বুষ্ট করালাম ওমুককে দিয়ে কিন্তু শুধু ম্যাসেজই আসলো,সেল আর হলোনা।এই টাইপ অনেক কন্টেন্ট দেখছি বলেই আজকে এটা নিয়ে লিখতে বসলাম।
আমি বুষ্ট ও প্রমোট নিয়ে লিখেছি আগেও তাই সেদিকে না যেয়ে সোজা ভুলগুলি নিয়ে লিখি-
টিপস- আপনি আগে কাষ্টমার কেয়ার নিয়ে লেখাপড়া করুন।
টিপস- আপনার পন্যের প্রাইসিং এ সমস্যা বলেই তিনি আর কথা বাড়াননি, কিংবা আপনার পন্যের সোর্সিং ঠিক নেই বলেই দামের এমন সমস্যা আছে।তাই আগে এইগুলি ঠিক করুন।
সমাধান– এখানে বূষ্টিং এজেন্সির কিছু দ্বায় আছে তবে আপনাকেও কিছু জিনিস জানতে হবে।যে পেজের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করছেন,আপনার পেজ কি সেটার মতই গোছালো?আপনার পেজের রিচ কি আসলেই ঐ পেজের মত?
টিপস– যদি উত্তর হয় হ্যাঁ গোছানো,তাহলে যিনি বুষ্ট করছেন তার সাথে আলোচনা করুন।আর যদি উত্তর হয় না, গোছানো না। তাহলে আগে পেজকে গোছান।ডেকোরেশন ছাড়া দোকানে আপনি কি যান?
সমাধান- এখানে আগে দেখবেন- কাষ্টমার কি আপনার পন্য পেয়ে খুশি?আপনার ব্যাবহারে খুশি?
টিপস- আপনার কাষ্টমার কিন্তু তিনিই হবেন,যার সাথে আপনার রুচির মিল আছে।বুঝলেন না?
আমরা কিন্তু সেই পন্য গুলিই কিনি যেগুলি পেজে দেখি,আর পেজে সেগুলাই থাকে যেগুলি আমরা পছন্দ করে তৈরি করে ফটোগ্রাফি করে দিই।তাহলে গন্ডোগোল হলো রিচ টার্গেট অডিয়েন্স পেতে গেলে আগে রুচিকে রিচ করুন।
সমাধান- ঐ পেজের মতই কি কন্টেন্ট ডিজাইন করা আপনার পেজে?নাকি আপনিও গড় পড়তা মানের একটা রচনা টাইপ কন্টেন্ট ডিজাইন করেছেন?
টিপস- সবার আগে কন্টেন্ট ডিজাইন শিখুন,এনিমেশন,মোশন বা ভিডিও বেইজ কন্টেন্ট কিংবা ইমেজ,কোথায় কোন কন্টেন্ট যাবে সেটি জানতে লেখাপরা করুন,এক্সপার্টের সাহায্য নিন। ডিজাইন কন্টেন্ট দিয়ে বূষ্ট করলে রিচ হবেই।
সমাধান- অমুকের সাথে তুলনা বাদ দেন,য়াগে ওমুকের মত নিয়মিত বুষ্টিং করুন।
কিছু হলেই অন্যের দোষ দেয়া থেকে বিরত থাকুন,আগে নিজের মাঝের দুর্বলতা খুঁজে বের করুন।
আপনার ইনভেষ্ট কত?
কেমন সেল চাইছেন মাসে?
এসব নিয়ে এনালাইসিস করে একজন এক্সপার্টের সাহায্য নিন,নাহলে নিজেই লেখাপড়া করে শিখে নিন।