ফেসবুকে বুস্ট করলে সেল বাড়ে বা সেল হবে এই কনসেপ্ট যাদের আছে তারা ভুল ভাবনায় আছেন।
ফেসবুকে বুস্ট করা কিংবা এডস চালানোর অর্থ হলো- আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন দেয়া।মুলত মানুষকে জানানো হচ্ছে যে,আমার কাছে এই প্রোডাক্ট আছে কিংবা এই সার্ভিস আছে।আমরা এগুলাকে এভাবে ডেলিভারি করে থাকি।
এইটা দেখে অনেকে আগ্রহ দেখাবে আবার অনেকে দেখাবেনা।আগ্রহ দেখানো বা না দেখানোর ক্রেডিট ও দ্বায় টা একজন বিক্রেতার।কেননা তিনি কিভাবে উপস্থাপন করছেন সেটার উপরেই এই ব্যাপার টা নির্ভর করে বেশি।
আপনি কাউকে দাওয়াত দিবেন।কোথায় খেতে দিবেন আর কি খেতে দিবেন,সেটা আপনার ব্যাপার আর একজন ডিজিটাল মার্কেটারের দ্বায়িত্ব হলো- সঠিক মানুষকে দাওয়াত দিয়ে,দাওয়াতের বিষয়বস্তু ও খাবারের মেনুটাকে জানিয়ে দেয়া।
আমরা নিজেদের দাওয়াতের জায়গা আর মেনু ঠিক করাতে মনোযোগ না দিয়ে শুধু এজেন্সিকে দোষ দিতে ব্যাস্ত।