ফেসবুক উদ্যোক্তা- কতদিন বুষ্ট করলে ভালো হবে?

ফেসবুক উদ্যোক্তা- কতদিন বুষ্ট করলে ভালো হবে?
আমি- যতদিন খুশি

ফেসবুক উদ্যোক্তা- কেন আপনার কাছে জানতে চাইছি।
আমি- পেজের কোয়ালিটি না বুঝে কিভাবে বলি?

ফেসবুক উদ্যোক্তা- ভাইয়া তাহলে পেজটা দেখেন।
আমি- পেজ চেক আপ ফী দেন, দেখে দিচ্ছি।

ফেসবুক উদ্যোক্তা- পেজটা দেখতেও টাকা লাগে?
আমি- সময় তো কাউকে ফ্রী দিই না।

ফেসবুক উদ্যোক্তা- তাহলে বলেন কত ডলার বুষ্ট করলে ভালো হবে?
আমি- আপনার যা ইচ্ছা, আমি এনালাইসিস না করে বলতে পারিনা।

ফেসবুক উদ্যোক্তা- ভাইয়া, তাহলে এনালাইসিস করে জানান প্লিজ,আমি পেজে এডিটর বানিয়ে দিই।
আমি- মাসিক সার্ভিস নিয়ে যারা চার্জ দেয়, তাদের টা দেখি।এভাবে এত অল্প সময়েই যদি বলা যেতো তাহলে তো চার্জ টা নিতামই না।

বিঃদ্রঃ আমি কারো পেজে কাজের বাইরে এডমিনই থাকিনা,আপনি এডিটর নিয়ে আসছেন,এটা কেউ বলবেন না দয়া করে।নিজের আইডিতে ঘন্টায় ৫০০+ নোটিফিকেশন আসে,এমনি এমনি কারো পেজের রোল নিই না।

ফেসবুক উদ্যোক্তা- আপনার কাছে কাজ করলে তো দেখি আপনি কিছুই জানাবেন না,আমি করাবো কেন?
আমি- আমার কাজ তো এইটা বলে দেয়া না, আপনি আমার থেকে সার্ভিস নিবেন।আমি সার্ভিস দিব।

সার্ভিস কিভাবে দিব, কিভাবে কাজ করি, পেমেন্ট পলিসি কি এইগুলা বলা আমার কাজ।

ফেসবুক উদ্যোক্তা- তাহলে আমাকে জানাবে কে?
আমি- আমার গ্রুপ আছে, আমার পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে,আমার ব্লগ আছে।সব জায়গার লেখা আছে।আমার ওয়েবসাইটেও লেখা আছে।

ফেসবুক উদ্যোক্তা- ভাইয়া, এত খোঁজার সময় নেই।
আমি- সেইজন্য এইযে লিংক দিলাম, ৫ টা ভিডিও আছে, দেখেন।

ফেসবুক উদ্যোক্তা- ভাইয়া, এত ভিডিও দেখার তো সময় হয়না।
আমি- হা হা, আপনার জানা লাগবে, সময় তো আমি দিব না।আপনাকেই দিতে হবে।
আপনার সময়ের এত মুল্য, অন্যজনের টার নাই কেন?

এটা কাল্পনিক নয়, বাস্তব। আমার বাস্তব দিনের চিত্র।অন্তিত ২০ জনকে বলতে হয় এই কথাগুলি তাই লিখে রাখলাম।এখন কেউ বললে, তাকে এই লিংক দিব😜।

কি বুঝলেন?

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *