ফেসবুক একাউন্টে ইমেইল একাউন্ট এড করার গুরুত্ব
সবার আগে বলে নিতে চাই- সকল জিমেইল ই ইমেল কিন্তু সকল ইমেল আবার জিমেইল না।কারন ইমেইল হিসাবে Yahoo, Outlook এগুলিও সমানভাবে জনপ্রিয়।একসময় Yahoo অনেক জনপ্রিয় থাকলেও এখন আর সেটা নাই।
ফেসবুক অ্যাকাউন্টে কোন ইমেল কে এড করাটা অনেক গুরুত্বপূর্ণ।আমি এর আগে একটা পোষ্টে বলেছিলাম যে, একই মোবাইল নাম্বার দিয়ে কখনোই দুইটি ফেসবুক একাউন্ট ক্রিয়েট করা উচিত না।ঠিক তেমনই একই ইমেল দিয়ে দুইটা ফেসবুকে একাউন্ট ক্রিয়েট করা উচিত না।
-
ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়বে।
-
একাউন্ট ডিসাবল হয়ে গেলে সেটা ফিরে পেতে সাহায্য করবে।
-
একাউন্ট হ্যাক হয়ে গেলে দ্রুত রিকোভার করার প্রধান ওয়ে এটা।
-
একাউন্টে রিপোর্ট করেও সহজে আইডিকে ডিসাবল করতে পারবেনা।
-
অনেক সময় টু-ফ্যাক্টর ভেরিফিকেশন কোড আসেনা তখন এনাদার ওয়ে সিলেক্ট করে ইমেলের মাধ্যমে নিয়ে নেয়া যাবে।
-
বারবার একাউন্ট লক হয়না।
পিউর এবং অথেনটিক ইমেল ইউজ করবেন অবশ্যই।আর ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।