Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
ফেসবুক এখন বিজনেস বেজ প্ল্যাটফর্ম
ফেসবুক এখন মারাত্বকভাবেই কমার্শিয়াল,যেটা তাদের একটিভিটিস দেখলেই বোঝা যায়।ফেসবুক সারাক্ষনই সকল পেজগুলিকে মেনশন করছে,প্রতিটি পোষ্টের নিচে জানান দিচ্ছে-আরো বেশি মানূষের কাছে পৌছাতে হলে বূষ্ট করুন,প্রমোট করুন।
এদিকে অটোমেটিক পাবলিসিটি ছিলো ২১% কিন্তু এখন সেটাকে কমিয়ে আনা হয়েছে ৫% এ।আমি ২০২৭ তে,আমার লেখা ই-কমার্স বইটিতে বলেছিলাম-ভবিষ্যতে ফেসবুক বিজনেসের জন্য অন্যতম জনপ্রিয় যেমন হবে ঠিক তেমনই এটাতে বিজনেস করতে লাইসেন্স লাগবে,টাকাও লাগবে।
আসলে জীবনে কিছুই ফ্রীতে পাওয়া যায়না,ক্যানভা একটা নিদৃষ্ট সময় পর্যন্ত সবকিছু ফ্রী দেয়,মানুষ ফ্রীটা ব্যবহার করতে করতে যেই একটু অভ্যাস্ত হয়ে যাচ্ছে তখনই তাকে প্রিমিয়াম নিতে বলছে,গুগল ড্রাইভের অবস্থাও তাই,এখন ফেসবুকও তাই,একই ট্রেডিং এখন ইউটিউবেও এসেছে।
বিজনেস মানেই আগে ইনভেষ্ট আর পরে ইনকাম,কিন্তু আমরা আসলে জাতি হিসাবেই যেন এটি মেনে নিতে পারিনা।আগে ফেসবুকে যেসকল পেজের এড বাজেট ছিলো পার ডে ১ ডলার এখন সেটা মিনিমাম ৩ ডলার হচ্ছে,যেগুলিতে ৩ ডলার ছিলো সেগুলিতে হচ্ছে ৫ ডলার।আগে যেখানে সর্বনিম্ন ৪ দিন করতে বলছে,নতুন আপডেটে সেটাকে ৭ দিন করতে বলছে।
সারাক্ষনই আইডি জুড়ে থাকছে মেটার বিজ্ঞাপন,মেটার এডস এসিস্ট্যান্ট এখন আরো বেশি উন্মুক্ত কিন্তু এখন খরচ বেড়েছে,এর কারন কি জানেন?
এখন উদ্যোক্তাদের সংখ্যা অনেক বেশি,তাই কম্পিটিটর বেশি।