ফেসবুক এড একাউন্ট কেন ডিসাবল হয় এবং Boost Unavailable হয় যে সকল কারনে (পর্ব-০১)
ইদানিং ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে হট টপিক হচ্ছে এড একাউন্ট ডিসাবল হয়ে যাওয়া এবং Boost Unavailable সমস্যা।আপনার পেজে কেন Boost Unavailable হয় সেটার উপরে আমার লেখা কন্টেন্ট পড়তে এই লিংক চলে যান।
আজকে আমি আলোচনা করবো একাউন্ট ডিসাবল হয়ে যাওয়া নিয়ে।এই সমস্যাটা মুলত তাদের হচ্ছে বেশি যারা ফেসবুক মার্কেটিং করে থাকেন।এটা এতটাই প্রকোপ আকার ধারন করছে কিছু অসাধুর জন্য যা এখন সকলের গলার কাটা।
বিগত ১০ দিনে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন দেখে এবং সাপোর্ট টিমের সাথে কথা বলে ও একটা ফেসবুকের কোর্স সম্পন্ন করার পরে আমি যা বুঝেছি,আজকের লেখা সেই আলোকেই।
মুলত ফেসবুক এড একাউন্ট ডিসাবল হবার অনেক কারন থাকলেও আমি কিছু মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করছি-
Unexpectable Business Practice– এইটা মুলত এড একাউন্ট ডিসাবল হবার যতগুলি কাওরন ফেসবুক বলেছে তার মধ্যে ২৫ তম নিয়ম।
কি কি বলা হয়েছে এই নিয়মের মধ্যে সেটা দেখে আসি-
-
এমন কোন বিজ্ঞাপন ফেসবুকে দিলে এড একাউন্ট ডিসাবল হয়ে যাবে,যেটা কারো ব্যাক্তিগত তথ্য বিক্রয় করার মত।
-
এমন কোন পন্যের বিজ্ঞাপন যা আপনার ফেসবুক কিংবা ইন্সটাগ্রামের ফলোয়ার বৃদ্ধিতে কাজে লাগাচ্ছেন কিন্তু আদতে সেটার সাথে ব্যাবসার কোন সম্পর্ক নেই।
-
আদম ব্যাবসাজনিত কোন বিজ্ঞাপন
-
এমন কোন পাবলিক ফিগারের ছবি ব্যাবহার করেছেন কিন্তু বাস্তবে তার অনুমতি নেয়া হয়নি কিংবা তার সাথে ওই বিজনেসের কোন সম্পর্ক নেই।
-
এমন কোন থার্ডপার্টি বিজ্ঞাপন যেটা ফ্রী কিন্তু আপনি সেলের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন।
-
আপনি নিজে ফেসবুক পেজের লাইক সেল করেন কিংবা ইন্সটাগ্রামের ফলোয়ার সেল করেন এমন বিজ্ঞাপন দিলেও এড একাউন্ট ডিসাবল হয়ে যাবে।
উপরে উল্লিখিত নিয়মের কোনতার ভিতরে যদি আপনি পড়ে যান,তাহলে আপনার এড একাউন্ট ডিসাবল হয়ে যাবে।যদি একবার ভুল করেন তাহলে ৯০% চান্স থাকবে আইডি রিভিউ করে ব্যাক প[বার কিন্তু এমন কাজ বারবার হলে আর ব্যাক পাবেন না।