ফেসবুক চালাতে গেলেও আসলে খুব বেসিক কিছু জিনিস জানতে হয় আর বিজনেস হলেতো আরো ভিন্নভাবে এবং একটু ব্যাপক আকারে আমাদের জানা উচিত।
১. ফেসবুক আইডি সিকিউর কিভাবে রাখা যায়।
২. পাসওয়ার্ড স্ট্রং করবো কিভাবে এবং সেটা মনে রাখার উপায়।
৩. পাসওয়ার্ড ভুলে গেলে সেটাকে রিকোভার করার উপায়।
৪. ইমেল এড্রেস ও ফোন নাম্বার কিভাবে ইউজ করবো?
৫. ফেসবুক পেজে কাদেরকে রাখবো আর কোন রোলে রাখবো?
৬. ফেসবুক আইডিতে কি পোস্ট করবো আর কি পোস্ট করবোনা।
৭. ফেসবুক আইডিটা আসলে কিভাবে ইউজ করা উচিত।
৮. কোন কোন তথ্য শেয়ার করে নিজের ও পরিবারের বিপদ বাড়াচ্ছি।
৯. ফেসবুকে বিজনেস করতে গেলে অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড মান্য করা ও সেটা জানা।
১০. ইমেল পাসওয়ার্ড রিকোভার করা।
১১. মোবাইলের গুরুত্বপূর্ণ এপস কোনগুলি রাখা উচিত।
১২. মোবাইলের এপস ক্লিন করবো কিভাবে?
১৩. মোবাইলের জন্য এসেনশিয়াল কোন কোন আপস রাখবো সেটার তালিকা করে সেগুলি রাখা।
১৪. এপস আপডেট কিভাবে রাখা যাবে।
১৫. মোবাইলের চার্জ সংরক্ষন ও স্মুথ চালানোর উপায় কি।
আপনারা তো এত এত জায়গায়,এত এত ক্লাস করলেন এই বেসিক গুলা পারেন কারা বলেন তো।এইগুলাও পারেন না এমন উদ্যোক্তার সংখ্যা অন্তত ৮০% এর বেশি।
সার্টিফিকেট আপনাকে রক্ষা করবেনা এই যুগে।এখন আপনাকে স্কিলড হতে হবে,নিজেকে সেফ রাখার কৌশল নিজেকেই আয়ত্ত করতে হবে।