দিন যত যাচ্ছে ফেসবুকে ব্যাবসা করার জন্য নতুন উদ্যোক্তার সংখ্যা ও বাড়ছে, আর তাই এই সময়ে অবশ্যই আমাদের কে একটু কৌশলি হয়ে কাজ করতে হবে। তো চলুন জেনে নিই কি কি কৌশন আমরা অবলম্বন করতে পারি? একটি সুন্দর নাম একটা সুন্দর ডায়েরী ও কলম একটি সুন্দর লগো একটি সুন্দর স্লোগান একটি গোছালো ফেসবুক পেজ স্প্রেড শিট ট্রেড লাইসেন্স ডেলিভারি সিষ্টেম ডেলিভারি পার্টনার ডিজিটাল মার্কেটিং নেটওয়ার্ক ডেভলপমেন্ট ভার্চুয়াল টিম তৈরি করা রিপিট কাষ্টমার প্রাইসিং ফিডব্যাক কালেকশন এই গুলি নিয়ে বিস্তারিত ভাবে পোষ্ট করবো আস্তে আস্তে। আগ্রহ নিয়ে কমেন্ট করে জানাবেন।