ফেসবুক নিয়ে কিছু অজানা তথ্য

ফেসবুক নিয়ে কিছু অজানা তথ্য, যা জানা বেশ প্রয়োজন-
৫৫% ফেসবুক ব্যবহারকারী ব্রান্ড ও প্রোডাক্ট কে ফলো করে, রিসার্চ করে এবং পরবতীতে ক্রয় করে। অর্থাৎ ফলোআপ রাখে আরকি।
সোস্যাল মিডিয়া থেকে রেফারেলের মাধ্যমে ওয়েব সাইটে ৭১.৬৪% ট্রাফিক আসে ফেইসবুক থেকে।
ফেসবুক এডস এর সম্ভাব্য রিচ ২.০৮ বিলিয়ন।
ফেসবুক এডস বৈশ্বিক জনসংখ্যার ৩৩.৩% রিচ হতে পারে।
ফেসবুক এডস অডিয়েন্সের ৫৬.৪% হলো পুরুষ।
ফেসবুক এডস এর ১৮.৭% অডিয়েন্স সাউথ এশিয়ায় বিদ্যমান।
গত দুইবছরে এশিয়া-প্যাসিফিক এ ফেইসবুক এডস এর ৬% রিভিনিউ বৃদ্ধি পেয়েছে (Hootsuite)।
ফেসবুক রিলস এডস এর জন্য সম্ভাব্য অডিয়েন্স ৬৯৭.১ মিলিয়ন।
৪০% ফেসবুক মার্কেটার এডস দেওয়ার জন্য Click to Message এই কল টু একশন ব্যবহার করে।
ফেসবুকে প্রতিদিন ১৪০ বিলিয়ন বার Reels প্লে করা হয়।
সূত্র- Ad Espresso, Hootsuite

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *