আপনি যদি ফেসবুকে মার্কেটিং করতে চান, তাহলে আপনার বিজনেস পেইজ থাকা জরুরি। কিন্তু কী কারণে? জেনে নিন এই কন্টেন্ট থেকে।
ধরুন, আপনার গহনা তৈরির শখ আছে। বা আপনি গান গাইতে ভালোবাসেন। বা রান্না করতে পছন্দ করেন। অথবা ফটোগ্রাফি করতে পছন্দ আপনার। এসব শখ সবার সাথে শেয়ার করতে চাইছেন। কীভাবে গান করেন বা রান্না করেন বা গহনা বানান, তা দেখাতে চাইছেন। কিন্তু সবাইকে তো আর ফ্রেন্ড লিস্টে রাখতে পারবেন না। লিমিট ৫০০০। আবার যত্রতত্র সবাইকে ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখতে চাইছেনও না।
তাহলে উপায় কি হবে?
একটা ফেসবুক পেইজ খুলে সেখানে এসব নিয়ে পোস্ট দেয়া। সে পেইজে ছবি-ভিডিও আপলোড করলে তা সবাই দেখতে পাবেন, আপনাকে তাদের মতামত জানাতে পারবেন, তাদের ভালো লাগা বা মন্দ লাগাও জানাতে পারবেন।
ফেসবুক সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
প্রতিদিন ইউজাররা ৪.৭৫ বিলিয়ন আইটেম শেয়ার করছেন।
প্রতিদিন ৩৫০ মিলিয়ন ফটো আপলোড হচ্ছে।
প্রতিদিন ১০০ মিলিয়ন ঘণ্টার ভিডিও দেখা হচ্ছে ফেসবুকে।
৬০ মিলিয়ন স্ট্যাটাস আপডেট করা হয় প্রতিদিন।
প্রতিদিন ফেসবুক সাইট বা অ্যাপে গড়ে ৮ বার করে ঢোকা হয়।
প্রতিদিন গড়ে ৪০ মিনিট সময় আমরা দিই ফেসবুকে।
৪০ মিলিয়ন বাংলাদেশি ইউজার রয়েছেন ফেসবুকে।
আপনি জানেন কি?
একজন ফেসবুক ইউজার গড়ে ৭০টা পেইজ লাইক করে বা ফলো করেন।
৭০ মিলিয়ন অ্যাক্টিভ বিজনেস পেইজ আছে ফেসবুকে।
প্রায় ৫০ হাজার অ্যাক্টিভ বাংলাদেশি বিজনেস পেইজ আছে।
৩৯% ইউজার বলেন যে, কোনো বিশেষ অফার পাবার জন্য তারা ফেসবুক পেইজ ফলো করেন।
আরো বিস্তারিত জানতে এই সিরিজের সাথেই থাকুন।