ফেসবুক পেজের নিরাপত্তার জন্য যা করবেন

অনেকেই ইদানিং ম্যাসেজ করছেন, পোষ্ট করছেন যে- হুট করেই নাকি অনেকের পেজ হারিয়ে যাচ্ছে,অনেকের পেজ হ্যাক হয়ে যাচ্ছে।
এসকল সমস্যা হবার কারন ও সমাধান-
  • স্ক্যাম লিঙ্ক এ ক্লিক- ইদানিং সবচেয়ে কমন একটি কারণে পেইজ, অ্যাড অ্যাকাউন্ট এবং প্রোফাইলের অ্যাক্সেস হারিয়ে যাচ্ছে তা হল বিভিন্ন স্ক্যাম লিঙ্ক এ ক্লিক করা।এটা নিয়ে অনেক লিখেছি।
  • শুধু পরিচিতজন ও এক্সপার্টদের এডমিন হিসেবে রাখুন- পেজের এডমিন খুব সিরিয়াস একটি রোল। কখনই ব্যবসায়ের ভেতরের ব্যক্তি ছাড়া কাউকে পেজের এডমিন হিসেবে রাখবেন না। যত ভাল বন্ধু হোক, সাপোর্টিভ বেস্ট ফ্রেন্ড বা টক্সিক বি এফ হোক, অন্য সব কিছুর অ্যাক্সেস দিলেও পেইজের অ্যাকেক্স সবাইকে দিবেন না।
  • হুজুগে আজাইরা অ্যাপে ফেসবুক দিয়ে লগইন করবেন না- প্রায় বিভিন্ন ট্রেন্ড আসে যে “What Nationality Your Face Look Like” “How will you be in 2030” “What is Your Toxic Trait” ইত্যাদি অ্যাপে ফান করেই আমরা ফেসবুক থেকে লগ ইন করে বসি।
  • আপনার লগ ইন লোকেশন চেক করুন- ফেসবুক প্রোফাইলের সেটিংস অপশনে গিয়ে, সেটিংস এন্ড প্রাইভেসি > পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি > Where you’re logged in এই অপশনে গিয়ে চেক করে নিবেন আপনার লোকেশন বা ডিভাইস ছাড়া অন্য কোথাও লগ ইন আছে কিনা, তাহলে সেটা লগ আউট করবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন।
  • পাসওয়ার্ড পরিবর্তন ইস্যু- বেশী লম্বা সময় এক পাসওয়ার্ড রাখবেন না, মাঝে মাঝে চেঞ্জ করবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী-স্ত্রী ইত্যাদির সাথে পাসওয়ার্ড শেয়ার করা থাকলে তাদেরকেও জানিয়ে দিবেন, না হলে তারা পুরানো পাসওয়ার্ড দিয়ে বার বার ঢোকার চেষ্টা করে অ্যাকাউন্ট লক ও করে দিতে পারে। পাসওয়ার্ড এবং অ্যাক্সেস খুব ই সেনসেটিভ, তাই সবার সাথে এটা শেয়ার না করাই উত্তম।
  • ইনবক্সে লিংক এলেই ক্লিক করবেন না– অনেকেই ইনবক্সে বিভিন্ন লিঙ্ক শেয়ার করে যার থাম্বনেইল বা টপিক দেখে ক্লিক করে দেখতে ইচ্ছা করে। মনে রাখবেন, হয়ত লিঙ্কটা সে নিজে থেকে পাঠায়নি, সে হয়ত প্রতারণার শিকার হয়েছে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *